satnewsnetwork

দুর্গাপূজা নিয়ে আলফার ফতোয়ার বিরোধিতা ছাত্র সংস্থা আকসার

খবর

নিউজ ডেস্ক: স্যাট নিউজ: ১২ সেপ্টেম্বর: করোনা ভয়াবহতার প্রতি লক্ষ্য রেখে আসন্ন দুর্গাপূজা বন্ধ রাখার ফতোয়া জারি করেছে আলফা। আলফার এই ফতোয়াকে প্ৰত্যাহ্বান জানিয়েছে ছাত্র সংস্থা আকসা। জাতীয় উৎসব দুর্গাপূজা কোনভাবে বন্ধ হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আকসার কর্মকর্তারা। উল্লেখ্য গত ৪ সেপ্টেম্বর একটি ভিডিও এবং বিবৃতির মাধ্যমে এক ফতোয়া জারি করেছিল আলফা। আলফার লেফটেন্যান্ট কর্নেল অরুণোদয় অসম জানিয়েছিলেন যে জাতীয় উৎসব দুর্গাপূজা এবার আয়োজন করা যাবে না।আলফার এই ফতোয়ার তীব্র প্রতিবাদ জানিয়ে আকসার মুখ্য উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ জানিয়ে দেন জাতীয় উৎসব দুর্গাপূজা আলফার হুমকিতে বন্ধ হবে না।শিলচর প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ জানান, জাতীয় উৎসব দুর্গাপূজা বন্ধ করার কোন অধিকার নেই আলফার। তিনি আরো জানান, আলফা আসামের অভিভাবক নয়। সুতরাং আলফার কোন সিদ্ধান্ত আসাম বাসীর কাছে গুরুত্বপূর্ণ নয়। তাই এ ধরনের ফতোয়া জারি করা অযৌক্তিক বলে মন্তব্য করেন তিনি। কোনভাবেই আলফার এই ফতোয়া মেনে নেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দেন তিনি। আকসার কর্মকর্তারা জানান,করোনাভাইরাস মহামারী সংকটে রঙালি বিহু উদযাপন না হওয়ার প্রসঙ্গ এনে আলফা যেভাবে দুর্গাপূজা না করার বিরোধিতা করেছে এর কোন যোগ্যতা নেই বলে মনে করছে আকসা। দেশজুড়ে লকডাউন পর্বে নানা ধর্ম-জাতি জনগোষ্ঠীর নানারকম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান প্রথা পরম্পরা সব কিছুকে বাদ দিতে হয়েছে। আলফা কি ভুলে যাচ্ছে যে রঙালি বিহু যখন হয় তখন তো বাঙালিদের নববর্ষ অনুষ্ঠান হয়। এবার তো বাসন্তী পূজা, গনেশ পূজা থেকে শুরু করে জন্মাষ্টমী ঈদ-উল-ফেতর সহ আরো অনেক অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে। তাই বলে পরিবর্তিত পরিস্থিতিতে দেশে যখন আনলক-৪ চলছে তখন স্বাভাবিকভাবেই দূর্গা পূজা করার চিন্তাভাবনা শুরু হয়েছে। আর এর সবকিছুই হবে কোভিড নীতি নির্দেশিকা অক্ষরে অক্ষরে মেনে। সুতরাং আলফার এ নিয়ে মাথা না ঘামালেও হবে। অবশ্যই জাতীয় উৎসব দুর্গাপূজা আয়োজিত হবে রাজ্যে।

Posted On: Saturday, September 12, 2020 8:51 PM
blog comments powered by Disqus