satnewsnetwork

করিমগঞ্জে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে দুর্নীতি, তদন্তের দাবি ইকবালের

খবর

জগবন্ধু রায়: করিমগঞ্জ: ৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন 'সকলের জন্য বাসস্থান, সকলের জন্য খাদ্যের সংস্থান' স্লোগান দিচ্ছেন, তখন করিমগঞ্জ জেলায় চলছে ঠিক উল্টোটা। প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্টন সহ খাদ্য সুরক্ষার চাল বন্টনে করিমগঞ্জ জেলায় চলছে ব্যাপক দুর্নীতি ও স্বজনপোষণ নীতি। এ বিষয়ে কড়া পদক্ষেপ নিতে জেলাশাসকের দ্বারস্থ হলেন জেলা সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইকবাল হুসেন। জেলাশাসক আন্বামুথান এমপিকে এব্যাপারে লিখিত নালিশ জানিয়েছেন ইকবাল হুসেন। তিনি প্রথমে এই বিষয়টি জেলা পরিষদ সভাপতি আশিস নাথ এবং পরবর্তীতে জেলা প্রকল্প সঞ্চালকের‌ও নজরে এনেছিলেন। করিমগঞ্জ জেলার ৯৫ টি জিপির মধ্যে প্রায় সবকটি জিপিতেই প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে স্বজনপোষন নীতি চলছে। বিশেষ করে জেলার পাঁচটি বিধানসভা সমষ্টির মধ্যে দক্ষিণ করিমগঞ্জে চলছে পিএম‌এওয়াই নিয়ে সীমাহীন দুর্নীতি। জিপি সভাপতি ওয়ার্ড সদস্যরা  নিজেদের ইচ্ছেমতো তালিকা তৈরি করছেন। আর এসব‌ই চলছে জিপি সচিবদের যোগসাজশে। যাদের সরকারি চাকুরি আছে কিংবা যারা আর্থিকভাবে স্বচ্ছল তাদের নামেও পিএম‌এওয়াই মঞ্জুর হচ্ছে। আর যারা প্রকৃত সুবিধাভোগী তাঁদেরকে বঞ্চিত করা হচ্ছে। জেলা সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইকবাল হুসেন এমন অভিযোগ তুলে বলেন, দক্ষিণ করিমগঞ্জে এমন কিছু এলাকা রয়েছে যেখানে অসহায় জনগন পলিথিনের নীচে রাত কাটাচ্ছেন। কিন্তু গ্রুপ সদস্য থেকে সভাপতি ও সচিবের সঙ্গে বোঝাপড়া হয়নি বলে তারা পিএম‌এওয়াইর সুবিধা পাচ্ছেন না। ২০১৯-২০ সালে পিএম‌এওয়াইর যে তালিকা তৈরি করা হয়েছে, সেই তালিকায় তদন্ত হলে, স্বজনপোষনের প্রমাণ হাতেনাতে ধরা পড়বে বলে দৃঢ়তার সঙ্গে জানান ইকবাল হোসেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, কেন্দ্র সরকার ঘর তৈরি করতে ২ লক্ষ ৩০ হাজার টাকা করে দিচ্ছে।  সরকার তো কোনো কার্পণ্য করছে না।  কিন্তু কিছু সংখ্যক দুর্ণীতিগ্রস্থ পঞ্চায়েত প্রতিনিধিদের হীন মানসিকতার কারনে সাধারন জনগন অযথা সরকারকে দোষারোপ করছেন। তাই প্রধানমন্ত্রী আবাস নিয়ে জেলায় যেসব দুর্নীতি চলছে তার সঠিক তদন্ত দাবি করেছেন সংখ্যালঘু বোর্ডের চেয়ারম্যান। তাঁর দাবি, ওয়েটিং লিস্ট তদন্ত করে অযোগ্য প্রাপকদের নাম কর্তন করে প্রকৃত হিতাধিকারীর নাম অন্তর্ভুক্ত করা এবং যাদের মদতে এসব দুর্নীতি সংঘটিত হয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা ।

Posted On: Friday, September 4, 2020 2:50 PM
blog comments powered by Disqus