satnewsnetwork

পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মডেল কলেজের স্থগিত হওয়া বর্ষপূর্তি অনুষ্ঠান ১৬ই সেপ্টেম্বর পুনর্নির্ধারন

খবর

নিউজ ডেস্ক: স্যাট নিউজ: ১৪সেপ্টেম্বর: প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি মাননীয় প্রণব মুখার্জীর প্রয়াণে রাষ্ট্রীয় শোক পালনের জন্য করিমগঞ্জ এরালিগুলের দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান স্বগিত রাখা হয়েছিল। গত ১লা সেপ্টেম্বর  উক্ত অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল ।অনুষ্ঠানটি পুনর্নির্ধারন করে আগামী ১৬ই সেপ্টেম্বরে পালন করা হবে । দুপুর ২ টা থেকে অনলাইন লাইভ (Zoom App) এর মাধ্যমে অনুষ্ঠিত হবে বলে কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে । অনুষ্ঠানটিতে বিশেষ আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শ্রী অরবিন্দ দর্শন বিশারদ শ্রীযুক্ত দিগন্ত বিশ্বশর্মা মহাশয় । উনি "Aim in Life and Personality Development” শীর্ষক বিষয় নিয়ে আলোচনা করবেন । মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আসাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রঃ (ড০) দিলীপ চন্দ্র নাথ মহাশয়। অনুষ্ঠানটি পরিচালনা করবেন করিমগঞ্জের জেলা উপায়ুক্ত মাননীয় শ্রীযুক্ত আন্বামুথান এম.পি. (IAS) মহাশয়। উক্ত অনুষ্ঠানটিতে সকল স্তরের ছাত্রছাত্রীদের সংযুক্ত হওয়ার জন্য কলেজ অধ্যক্ষ্যা ড০ জয়শ্রী চক্রবর্তী আবেদন জানিয়েছেন।NEWS

 

Posted On: Monday, September 14, 2020 3:41 PM
blog comments powered by Disqus