
জগবন্ধু রায়: করিমগঞ্জ: ৮ সেপ্টেম্বর: বরাক উপত্যকার অন্যতম আলোচিত বদরপুর বিধানসভা কমিটিতে যুবা, শিক্ষিত তথা প্রদেশ কংগ্রেসের অন্যতম সম্পাদক আইনজীবি দাইয়ান হুসেনকে প্রার্থী করার দাবি ক্রমশ জোড়ালো হচ্ছে। শেষ পর্যন্ত বদরপুর আসনে নিজের প্রার্থীত্বের বিষয়ে সরাসরি সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন দাইয়ান। বদরপুর আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অন্যতম প্রবল দুই দাবীদার সমষ্টির বর্তমান বিধায়ক জামালুদ্দিন আহমদ ও প্রাক্তন বিধায়ক আবু সালেহ নজমুদ্দিন।দুজনই তাঁর অত্যন্ত শ্রদ্ধার পাত্র বলে উল্লেখ করেন দাইয়ান। তবে দল যদি উভয়ের বিকল্প হিসাবে তাঁকে প্রার্থী হিসাবে মনোনয়ন দেয় তাহলে নির্বাচনী লড়াইয়ে মাঠে নামতে প্রস্তুত রয়েছেন বলে মন্তব্য করেন দাইয়ান হুসেন ।
মঙ্গলবার এক বিবৃতিতে দাইয়ান হুসেন বলেন, জামাল উদ্দিন ও আবু সালেহ নজমুদ্দিন দুজনেই সম্মানীয় ব্যাক্তি। যেহেতু দলীয় প্রার্থীত্বের দাবিদার হিসাবে রয়েছেন তারা , সে হেতু বদরপুর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী মাঠে নামতে তিনি মোটেই আগ্রহী নন। এদেরকে ওভার টেক করে তিনি কখনও প্রার্থীত্বের দাবি জানাবেন না। তবে বর্তমান পরিস্থিতিতে রাহুল গান্ধী সত্তরোর্ধ বয়স্কদের অবসর নেওয়ার পরামর্শ দিয়ে, দলের তরুন প্রজন্মকে এগিয়ে আসার বার্তা দিয়েছেন। দল যদি রাহুল গান্ধীর এই পরামর্শকে গুরুত্ব দিয়ে জামাল উদ্দিন ও আবু সালেহ নজমুদ্দিন উভয়ের বিকল্প হিসেবে বদরপুর আসনে তাঁকে দলীয় মনোনয়ন প্রদান করে, তাহলে নির্বাচনে প্রতিদ্বন্ধীতায় মাঠে নামতে কোন ধরনের কসুর রাখবেন না বলে স্পষ্ট ভাষায় জানিয়েছেন দাইয়ান। এছাড়া বদরপুরে তাকে প্রার্থী করার পক্ষে যারা আওয়াজ তুলেছেন সেই সব যুবাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেও কোন কার্পন্য করেননি প্রদেশ কংগ্রেসের অন্যতম সম্পাদক তথা গুয়াহাটি উচ্চ আদালতের আইনজীবী দাইয়ান হুসেন।