
মনোজ মোহান্তি: স্যাট নিউজ: ২৩ সেপ্টেম্বর: রাজ্যের অর্থ শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার বরাক সফরে আসছেন। ২৫ সেপ্টেম্বর তিনি কুম্ভিরগ্রাম বিমান বন্দরে নেমে সরাসরি রামকৃষ্ণনগরে আসবেন । রাতাবাড়ি সমষ্টির রামকৃষ্ণনগরে রাস্থা এবং পেক্ষাগৃহের ভিত্তিপ্রস্থর স্থাপন করে একটি জনসভায় যোগ দেবেন তিনি। কোভিড প্রটোকল মেনে সীমিত সংখ্যক লোকসমাগমে জনসভাটি করা হবে । পরবর্তিতে পাথারকান্দিতে রাস্থা পরিদর্শ করে বিজেপি কার্যালয়ে উপস্থিত হবেন । পরের দিন শণিবার শিলচর মেডিক্যাল কলেজে ৪০ শয্যা বিশিষ্ট আই সি ইউ উদ্বোধন করা সহ একটি সভায় মিলিত হয়ে দুপুরের দিকে গুবাহাটির উদ্দেশ্যে যাত্রা করবেন । স্বাস্থ্য মন্ত্রী আসার খবর ছড়িয়ে পড়ার পর রাতাবাড়ি সমষ্টির মানুষ পুনরায় আশাবাদী হয়ে উঠেছেন যে এবার নির্বাচনী প্রতিশ্রুতি পালন করবেন রাজ্যের সেকেন্ড ইন কমান্ড ডঃ হিমন্ত বিশ্ব শর্মা । সমষ্টির উন্নয়ন নিয়ে রাতাবাড়ির মানুষ যে আশার প্রহর গুণছিলেন এবার হয়তো তাদের সেই আশা পূরণ হবে। ২০১৬ সনের বিধানসভা নির্বাচনের প্রচারে এসে দুল্লভছড়ার পাতি ময়দানে তিনি ঘোষণা করেছিলেন, যে সমষ্টির মানুষ রেকর্ড ভোটে বিজেপি প্রার্থী কে জয়ী করবেন করিমগঞ্জ জেলার প্রস্তাবিত মেডিক্যাল কলেজ সেই সমষ্টিতেই স্থাপন করবেন তিনি । এটাও বলেছিলেন যে কৃপানাথ মালাহ জয়ী হওয়ার পর প্রতি তিন মাসের ব্যবধানে রাতাবাড়িতে এসে স্বয়ং সমষ্টির উন্নয়নের তদারকি করবেন তিনি । তাঁর প্রতিশ্রুতি শুনে সে সময় রাতাবাড়ির মানুষ রেকর্ড ভোটে কৃপানাথ মালাহ কে বিজয়ী করে আজ অবধি পুরষ্কার হিসেবে মেডিক্যাল কলেজের প্রত্যাশায় বসে রয়েছেন। মেডিক্যাল কলেজ স্থাপন নিয়ে দড়ি টানাটানি চললেও সমষ্টির মানুষ কিন্তু ডঃ হিমন্ত বিশ্ব শর্মার দেওয়া প্রতিশ্রুতি তাঁকে বার বার স্মরণ করিয়ে মেডিক্যাল কলেজ পুরষ্কার হিসেবে পাওয়ার জন্য দাবি জানিয়ে আসছেন। তাই এবারের সফরে সাংসদ কৃপানাথ মালাহ ও বিধায়ক বিজয় মালাকার সমষ্টির মানুষের কাছে তাঁর দেওয়া প্রতিশ্রুতির কথা নিশ্চয়ই মনে করাবেন। জনগণের আকাঙ্ক্ষার কথা নিশ্চয়ই তোলা হবে তাঁর কানে। এছাড়াও রাতাবাড়ি উপনির্বাচনের প্রচারে এসে দুল্লভছড়া পাতি ময়দানের নির্বাচনী জনসভায় নেডার আহ্বায়ক ঘোষণা করেছিলেন বিজয় মালাকার জয়ী হওয়ার পর ২০১৯ এর নভেম্বরের প্রথম সপ্তাহে রাতাবাড়ি সফরে এসে দুল্লভছড়া মডেল হাসপাতালের দুরবস্থার পরিদর্শন করে আশু সমাধান করবেন। ফলে বিজেপি প্রার্থী বিজয় মালাকার জয়ী হওয়ার পর বিস্তীর্ণ দুল্লভছড়া অঞ্চলের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে বসেছিলেন যে এলাকার স্বাস্থ্য পরিষেবার উন্নতি ঘটাতে প্রতিশ্রুতি মতো মডেল হাসপাতালটির পরিদর্শন করবেন স্বাস্থ্য মন্ত্রী। কিন্তু অদ্যাবধি তাঁর সেই প্রতিশ্রুতি পালন না হওয়ায় মুখ থুবড়ে পড়ে রয়েছে এলাকার স্বাস্থ্য পরিষেবা। পর্যাপ্ত চিকিৎসক নার্স কর্মচারীর অভাবে বছরের পর বছর ধরে এলাকার শোভা বর্ধন করছে দুল্লভছড়া মডেল হাসপাতালের ভবন। গত লোকসভা নির্বাচনের প্রচারে এসে নিভিয়া শ্মশান কালীমন্দির সংলগ্ন মাঠে তিনি ঘোষণা করেছিলেন শিংলা নদীর উপর পাঁচটি পাকা সেতুর নির্মাণ করা হবে । কিন্তু সিংলা নদীর তীরবর্তী যে মাঠে তিনি ঐ ঘোষণা করেছিলেন সেই মাঠ সংলগ্ন নদীঘাটে আজও বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করছেন ওয়াঙ্গিরবন্দ নোনিয়াটিলা আবাদীবস্তী ইত্যাদি প্রায় পঁচিশ টি গ্রামের হাজার হাজার মানুষ। তবে উনার সেই প্রতিশ্রুতির অঙ্গ হিসেবে সম্প্রতি চেরাগিতে সিংলানদীর উপর একটি পাকাসেতুর ভিত্তিপ্রস্থ স্থাপন হয়েছে কিন্তু বাকি চারটি সেতুর স্বপ্ন এখনও অধরা। ফলে এবার তিনি রাতাবাড়ি সফরে এসে মেডিক্যাল কলেজ নিয়ে স্থিতি স্পষ্ট করে বড় ধরনের ঘোষণা সহ অন্যান্য উন্নয়নমুলক কাজের ঘোষনা করবেন বলে আশাবাদী সমষ্টির মানুষ।