সঞ্জয় দাস: স্যাট নিউজ: ১৫ অক্টোবর: বদরপুর পুলিশের বিশাল সাফল্য । অভিযান চালিয়ে জব্দ করল কুড়িলক্ষ টাকার বার্মিজ সিগারেট । এক গোপন সূত্রের ভিত্তিতে বদরপুর পুলিশ বুধবার রাতে বদরপুর থানা এলাকার পার্শ্ববর্তী কোণাপাড়া গ্রামের হোসেন আহমেদের বাড়িতে অভিযান চালায় । অভিযানে প্রচুর পরিমাণে বার্মিজ সিগারেট উদ্ধার করতে সক্ষম হয়েছে। ঘটনার বিবরণে প্রকাশ গত কাল রাতে আচমকা হানা দিয়ে এই অবৈধ বার্মিজ সিগারেট উদ্ধার করেছে বদরপুর পুলিশ। করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার বিশাল পুলিশ বাহিনী নিয়ে এই অভিযান চালান। এই অভিযানে বদরপুর থানার টাউন দারোগা সামসুল হক, এস আই এ জে কলিতা ও সেরেস্তাদার মিহির মালাকার ভাঙ্গা আউট পৌষ্টের আই সি রঞ্জিত সিংহা সহ বিশাল পুলিশ বাহিনী ছিল। হোসেন আহমেদের বাড়িতে থাকা গোদাম ঘরের ভেতর থেকে চারটি বড় বড় ট্রাঙ্ক ভর্তি বার্মিজ সিগারেট এবং বেশ কয়েকটি কার্টুন ভর্তি সিগারেট উদ্ধার করে। অতিরিক্ত পুলিশ সুপার জানান ৩০ হাজার পেকেট সিগারেট উদ্ধার করা হয়েছে যার বাজার মূল্য প্রায় বিশ লক্ষ টাকা হবে। তিনি বলেন, অভিযানটি আরও একদিন পূর্বে হলে আরো অনেক বেশি মাল উদ্ধার করা যেতো। কারণ গত কাল রাতে এই গোদাম থেকে এক গাড়ি মাল অন্যত্রে পাচার করা হয়ে গেছে। তাই আশানুরূপ সাফল্য পাওয়া যায়নি। তিনি আরও বলেন যে বদরপুরের নানা স্থানে এধরনের বেশ কিছু অবৈধ বার্মিজ সিগারেট ও মশার কয়েল সহ নানা ধরনের অবৈধ সামগ্রীর গোদাম রয়েছে। তিনি জানান যে বদরপুরের বেশ কিছু যুবক এই ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে। তাই তিনি আজকের এই অভিযানের মাধ্যমে সকল অবৈধ ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়ে বললেন যে এই সব অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবে পুলিশ । তাই সকল কে আগাম হুঁশিয়ারি দিয়ে এসব ব্যবসা ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন যে, ঘর মালিকের বক্তব্য অনুযায়ী গোদামটি ভাড়া নিয়েছেন গুলজার নামের এক ব্যক্তি। তাই পুলিশ গুলজার কে খুঁজে বেড়াচ্ছে। তবে পুলিশের তদন্তে বেরিয়ে আসবে কে বা কারা যুক্ত রয়েছে এই গোদাম এর মালের সঙ্গে। সিগারেট উদ্ধার করে বদরপুর থানার নূতন ভবনে এনে রাখা হয়েছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
বদরপুরে কুড়িলক্ষ টাকার বার্মিজ সিগারেট জব্দ, অভিযুক্ত পলাতক
Posted On: Thursday, October 15, 2020 6:29 PM