নিউজ ডেস্ক: স্যাট নিউজ: ০১অক্টোবর: যোগী আদিত্যনাথের কুশপুত্তলিকা দাহ করল করিমগঞ্জ কংগ্রেসের সদস্যরা। রাহুল গান্ধীকে গ্ৰেফতার করার তীব্ৰ বিরোধিতা করে উত্তর প্ৰদেশর মুখ্যমন্ত্ৰী যোগী আদিত্যনাথের কুশপুত্তলিকা দাহ করে কংগ্ৰেস সদস্যরা |
আজ উত্তর প্ৰদেশে সংঘটিত হওয়া ঘটনাৰ তীব্ৰ নিন্দা জানিয়ে করিমগঞ্জ কংগ্ৰেসের সদস্যরা উত্তর প্ৰদেশের মুখ্যমন্ত্ৰী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে মুৰ্দাবাদ ধ্বনী দিয়ে উত্থাল করে তোলেন | সেইসংগে মোদী সরকারের বিরুদ্ধেও ধ্বনী দিয়ে সৈরাচারি শাসন চলবে না বলে হুশিয়ারি দেন | করিমগঞ্জ শহরের ছন্তর বাজার পয়েন্টে যোগী আদিত্যনাথের কুশপুত্তলিকা দাহ করে কংগ্ৰস সদস্যরা বিজেপি সরকার সৈরাচারি শাসন চালাচ্ছেন বলে অভিযোগ করেন |