এস এম জাহির আব্বাস: স্যাট নিউজ: ১১অক্টোবর: পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল মনিপুরী সমাজের উন্নয়নের দুত । তাকে পূর্ণ সমর্থন করে সমষ্টির বিষ্ণুপ্রিয়া মনিপুরী সম্প্রদায়ের ৭০ শতাংশ মানুষ। সমাজের কতিপয় স্বার্থান্বেষী লোক প্রতিহিংসার রাজনীতিতে মত্ত হয়ে সংগঠনকে বিধায়কের সংগঠন বলে প্রচার করে বিভ্রান্ত ছড়াচ্ছেন।বিধায়ক কৃষ্ণেন্দু পালের হাত দিয়েই পাথারকান্দিতে মনিপুরি সমাজের উন্নয়মুলক কাজ হচ্ছে।আর সমজের একটি দুষ্টচক্র রাজনৈতিক স্বার্থে মিথ্যা বদনাম রটাচ্ছে বিধায়কের বিরুদ্ধে । এক সাংবাদিক বৈঠক ডেকে এই মন্তব্য করেন বিষ্ণুপ্রিয়া মনিপুরী ইউনাইটেড ইয়ুথ অর্গেনাইজেশনের অন্যতম উপদেষ্টা বেনু কুমার সিংহ । তিনি বলেন, দেশের স্বাধীনতার পর থেকে সরকারি চরম অবহেলা, চূড়ান্ত বঞ্চনার বলি, রাজনৈতিক ক্ষমতার স্বাদ থেকে বঞ্চিত একটি ভাষিক জনগোষ্ঠী । নিজেদের মৌলিক ন্যায্য দাবি আদায়ে বাস্তবতার আধারে রাজ্যের ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠীর স্বপ্নকে বাস্তবায়ন করছে এমন মহিরুহের উপজীব্য হওয়া কোন অন্যায় নয় । বরঞ্চ বৃহত্তর বিষ্ণুপ্রিয়া মনিপুরি সমাজের স্বার্থে সংগঠণ সমাজের মৌলিক দাবীগুলো আদায়ে পরগাছা হয়ে থাকবে এবং এই ধারা আগামিতেও অব্যাহত থাকবে । প্রয়োজনে এই অন্যায় হাজারবার করতে দ্বিধাবোধ করবে না । সংঘটনটির অন্যতম উপদেষ্টা বেনু কুমার সিংহ বলেন, ২০১৬ সালে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পালকে পূর্ণ সমর্থন করে সমষ্টির বিষ্ণুপ্রিয়া মনিপুরী সম্প্রদায়ের প্রায় ৭০ শতাংশ ভোট প্রাপ্তিতে সাহায্য করে সংঘঠণ । ইতিমধ্যে বিধায়ক কৃষ্ণেন্দু পালের অক্লান্ত চেষ্ঠায় সংগঠণের এক প্রতিনিধিদল মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে স্মারকপত্র প্রদানের পর পূজ্যপাদ ভুবনেশ্বর সাধুঠাকুরের মিশনে প্রায় এক কোটি টাকার আর্থিক অনুদান মঞ্জুর করেছেন । যার কাজ আগামি দিন কয়েকের মধ্যে সম্পন্ন হবে এবং আগামি দিনে আসাম দর্শন থেকে আরো ২ কোটি, সপ্তরথের নির্ধারিত স্থানে গণভবন ও সড়ক নির্মানে ৩ কোটি টাকা বিধায়ক কৃষ্ণেন্দু পালের প্রচেষ্টায় মঞ্জুর হয়। তিনি বলেন, বিধায়ক নির্বাচিত হওয়ার পর কৃষ্ণেন্দু পাল সংঘটনের দাবীর ভিত্তিতে পাথারকান্দি বিধানসভা সমষ্টির বিষ্ণুপ্রিয়া মনিপুরী অধ্যুষিত এলাকার যোগাযোগ ব্যবস্থার আমোল পরিবর্তণ সহ সার্বিক উন্নয়নের প্রচেষ্টা আজও অব্যাহত রেখে চলেছেন। ফলে সমাজের কতিপয় স্বার্থান্বেষী চক্র প্রতিহিংসার রাজনীতিতে মত্ত হয়ে সংঘটনকে বিধায়কের সংঘটন বলে প্রচার চালিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে।
কৃষ্ণেন্দু পালের পক্ষে বিষ্ণুপ্রিয়া মনিপুরী সম্প্রদায়ের ৭০ শতাংশ মানুষ। মন্তব্য বিষ্ণুপ্রিয়া মনিপুরী ইউনাইটেড ইয়ুথ অর্গেনাইজেশনের
Posted On: Sunday, October 11, 2020 4:37 PM