গৌরীশ নন্দী: স্যাট নিউজ: ০৩অক্টোবর: কভিডের দোহাই দিয়ে দূর্গাপূজায় যে কোনোও অনৈতিক নীতি বেঁধে দিলে মেনে নেওয়া হবে না। কাছাড় জেলা প্রশাসন সম্প্রতি এক নির্দেশনামা জারি করেছেন, যাতে গোটা বরাক উপত্যাকার অনেকেই ভাবছেন এ বছর পূজে হবে কি হবে না । কিন্তু পূজা হওয়া না হওয়া নিয়ে সন্দেহের কোনও প্রশ্নই উঠে না। পূজা ত হবেই। শনিবার এক সাংবাদিক সম্মেলন ডেকে আগন্তুক দূর্গোত্সব নিয়ে এই দৃঢ় মনোভাব জানালেন করিমগঞ্জ বিজেপির জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য্য। তিনি বলেন, বাঙালিরা প্রতি বছর অপেক্ষা করে থাকেন, কবে শরৎকাল আসবে আর মা দূুর্গাকে আবাহন করা হবে। এ বছর যদিও চরম বিভীষিকার মধ্যে দিয়ে পার হচ্ছে গোটা পৃথিবীর সমাজ ব্যবস্থা। ভারতবর্ষ আমেরিকা সহ পৃথিবীর সব কটি দেশ অতিমারি করোনার প্রকোপের মধ্যে দিয়ে চলতে হচ্ছে। ব্যতিক্রম নয় করিমগঞ্জ জেলাও । করিমগঞ্জেও অনেকেই আক্রান্ত হয়েছেন করোনায়। কিন্তু তার মানে এটা নয় যে দূর্গোপূজো হবে না। প্রতি বছরের মতো শাস্ত্রীয় বিধি নিয়ম মেনে এবারও শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হবে। তবে যেহেতু আমরা এই করোণা মহামারীর মধ্য দিয়ে চলছি, তাই পুজোতে জাকজমকতা কমানোর কিছু প্রয়োজনীয়তা আছে, হৈ হুল্লোর কমানোর প্রয়োজনীয়তা আছে । আর সরকার প্রদত্ত কোভিড প্রটোকল যতটুকু সম্ভব মেনে চলে শারদ উৎসব পালন করা উচিত । কিন্তু এই ছোট্ট বিষয়টিকে কতিপয় সরকারি আমলা এবং সরকারি কর্মচারীরা সম্পূর্ণভাবে নিজেদের মতো করে এমন ভাবে পরিবেশন করছেন যা নিয়ে সাধারণ লোকের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এ নিয়ে অনেকে সন্দিহান হয়ে উঠেছেন সত্যিকার অর্থে এবার পূজা হবে কি হবে না । সুব্রতবাবু বলেন, আসামে বিজিপির সরকার চলছে, পুজো হবে না বলে সরকার কোন ধরনের বিধি নিষেধ জারি করেনি। করিমগঞ্জ জেলা বিজেপির সভাপতি বলেন, কাছাড়ের জেলা উপায়ুক্ত পুজো নিয়ে এমন বিধি নিষেধ জারি করেছেন, যা সামাজিক মাধ্যমে প্রচার হওয়ার পর আতঙ্কে ফেলে দিয়েছে উপত্যকার সবকটি পুজো কমিটিদের । কমিটিগুলোকে পুজোর প্রস্তুতি প্রায় বন্ধ করে দিতে হচ্ছে। তবে এ নিয়ে সুব্রত বাবু তাত্ক্ষণিকভাবে করিমগঞ্জের জেলা উপায়ুক্তের সাথে যোগাযোগ করেন। করিমগঞ্জের জেলা উপায়ুক্ত তাকে আশ্বাস দিয়ে বলেছেন কাছাড় জেলার বিধি নিয়ম করিমগঞ্জে অনুকরণ করা হবে না। কেবলমাত্র আসাম সরকার প্রদত্ত নিয়ম নীতি নিয়ে তিনি দুই-একদিনের মধ্যে নির্দেশনা জারি করবেন। এক্ষেত্রে সুুুুুুব্রতবাবু জেলা উপায়ুক্তকে আবেদন জানিয়েছেন, সকল জাতি-ধর্ম-বর্ণ নিয়ে এই মহোৎসবে যাতে কোনোও ব্যাঘাত না ঘটে সেদিকে খেয়াল রাখতে । তবে আজকের দিনের এই পরিস্থিতিতে উৎসবের কিছু আনন্দ ফুর্তি বাদ দিতে হবে। কিন্তু বিধি নিয়মের দোহাই দিয়ে দুর্গা প্রতিমা ছোট করা, মাইক না বাজানো, রাত দশটার মধ্যে ঘরে ঢুকে যাওয়া ইত্যাদি অহেতুক নিয়ম যেন কোনো অবস্থাতেই লাঘু না করার আবেদন জানান সুব্রত বাবু ।
কোভিড প্রটোকলের মধ্যেই পালিত হবে শারদ উত্সব। সরকারি আমলাদের ইচ্ছেমত দূর্গোত্সবের নিয়ম নীতি বানানো চলবে না
Posted On: Saturday, October 3, 2020 5:21 PM