নিজউ ডেস্ক: স্যাট নিউজ: ১১অক্টোবর: আরও একবার মানবিক মুখ দেখল বরাকবাসী। করোনা আক্রান্ত হয়ে সংকটজনক অবস্থায় আইসিইউ ভর্তি থাকা রোগীর জন্য প্লাজমা দান করিমগঞ্জের এক সাংবাদিক । শনিবার বিকালে শিলচর নতুন বাজারের বাসিন্দা প্রীতম দেব সোশ্যাল মিডিয়ায় করোনায় আক্রান্ত তাঁর মায়ের জন্য প্লাজমা সংগ্রহের আবেদন করেন। শিলচর শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন নতুন বাজারের ছবি রানী দেব । প্রীতম জানিয়েছিলেন তাঁর মা ছবি রানী দেবের করোনা চিকিৎসার জন্য প্লাজমা থেরাপি করতে হবে। আর সেই আবেদন ফেসবুক সহ ওয়াটসপে নজরে আসলে তৎক্ষণাৎ সেই রোগীর জন্য প্লাজমা দান করার উদ্যোগ নেন করিমগঞ্জের সাংবাদিক সুদীপ দাস । করিমগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ এবং স্মাইল এনজিওর পক্ষ থেকে যোগাযোগ করা হলে শনিবার রাতেই মেডিকেল কলেজে ছুটে গিয়ে দুই ইউনিট প্লাজমা দান করেন সুদীপ ।
ছবি রানী সহ এক ইউনিট প্লাজমা দান করেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে । প্রসঙ্গত করোনা মোকাবিলায় একদম সামনের সারিতে রয়েছে গোটা বরাক উপত্যকার সংবাদ কর্মীরা । ভাইরাসের ভ্রুকুটি বাঁচিয়ে রাতদিন সুরক্ষার জন্য যেমন স্বাস্থ্য, পুলিশ কর্মীরা যুদ্ধ করে চলেছেন তেমনি বিপর্যয় মোকাবিলায় সাংবাদিকের ভূমিকা যথেষ্ট । তার মধ্যেই করোনার থাবার শিকার হয়েছেন বেশ কয়েকজন । এরই মধ্যে সাধারণ মানুষের প্রয়োজনেও ছুটেছেন অনেকে । প্লাজমা দানের মানবিকতায় স্বাস্থ্য মন্ত্রী, মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, শিলচর লায়েন্স ক্লাব সহ স্মাইল এনজিও পক্ষ থেকে প্রশংসিত করা হয়েছে সুদীপকে ।