satnewsnetwork

রাষ্ট্রীয় পোষন মাসে সামাজিক অবদানের জন্য পুরস্কৃত করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন

খবর

সুদীপ দাস: স্যাট নিউজ: ০১অক্টোবর: রাষ্ট্রীয় পোষন মাসে সমাজের হয়ে সামাজিক ভাবে এগিয়ে আসার জন্য ভারত সরকারের পক্ষ থেকে পুরস্কৃত করা হলো করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনকে । বুধবার করিমগঞ্জের জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী স্বামী রামুভদ্রানন্দজীর হাতে কেন্দ্র সরকারের প্রদত্ত পুরস্কার এবং শংসাপত্র তোলে দেন জিলাশাসক আম্বামুথান এমপি । শংসাপত্র প্রদানে উপস্থিত ছিলেন জেলা সমাজ কল্যাণ আধিকারিক জাগৃতি কালোয়ার । প্রসঙ্গত লকডাউনের সময় আর্থিক ভাবে অস্বচ্ছল, কর্মহীন মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বন্টন সহ বিভিন্ন ভাবে সহযোগিতার কারনে স্বাধীনতা দিবসে সরকারের পক্ষ থেকে পুরষ্কৃত করা হয়েছিল করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন সেবা সমিতিকে । নো ম্যান্স ল্যান্ডের বাসিন্দা সহ গোটা জেলা জুড়েই ত্রাণ সামগ্রী বন্টন অব্যাহত রাখা হয়েছিল সেবা সমিতির পক্ষ থেকে । সেপ্টেম্বর মাসে কেন্দ্র সরকারের প্রকল্প রাষ্ট্রীয় পোষন মাসে সামাজিক অবদানের জন্য ফের দ্বিতীয় বার পুরষ্কৃত করা হয় মিশন সেবা সমিতিকে ।

NEWS এপ্রসঙ্গে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন সেবা সমিতির সচিব মহারাজ স্বামী প্রভাসানন্দ জি বলেন যে, ভারত সরকার পক্ষ থেকে সেপ্টেম্বর মাসকে রাষ্ট্রীয় পোষন মাস হিসাবে ঘোষণা করা হয়েছে । করোনা মহামারীর জন্য লকডাউন  কারনে অনেকে কিশোরী, শিশু এবং মায়েরা অপুষ্টিতে ভুগছে এবং  কেন্দ্র সরকারে এই মাসকে রাষ্ট্রীয় পোষন মাস হিসাবে ঘোষণা করা হয়েছে । আর সেই অনুযায়ী  স্বামী বিবেকানন্দের সেবা আদর্শকে সামনে রেখে সেবা সমিতি মানুষের জন্য এগিয়ে এসেছে । কেন্দ্র সরকারের পক্ষ থেকে প্রদান করা পুরস্কার আগামীদিনে যথেষ্ট উৎসাহ প্রদান করবে বলে মত প্রকাশ করেন তিনি । প্রভাসানন্দজি মহারাজ বলেন যে,প্রত্যেক মানুষের মধ্যেই ভগবান, আল্লাহ, গড বিরাজমান । যার কারনে মানব জীবনে একান্ত প্রয়োজন মানুষকে ভালোবাসা, মানুষের যত্ন নেওয়া এবং সম্মান দেওয়া । একজন মানুষ হয়ে যদি অন্যজনকে ভালোবাসা বা সম্মান দেওয়া যায় না তাহলে জীবনে ভগবান, আল্লাহ বা গড তুষ্ঠ হবেন না । ভগবান, আল্লাহকে বিশ্বাস করলে অবশ্য একজন মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে ।

Posted On: Thursday, October 1, 2020 11:10 AM
blog comments powered by Disqus