এস এম জাহির আব্বাস স্যাট নিউজ: ১১অক্টোবর: পাথারকান্দি কংগ্রেস যে লবিভাজিতে ভিবক্ত তা ফের প্রমানিত হলো পাথারকান্দি ব্লক কংগ্রেসের ডাকা কৃষি বিল বিরুদ্ধী প্রতিবাদী মিছিলে । মিছিলে দেখা মিলেনি পাথারকান্দি কংগ্রেসের অভিভাবক তথা প্রাক্তন সংসদীয় সচিব তথা তিনবারের বিধায়ক মণিলাল গোয়ালা সহ কংগ্রেসের বিভিন্ন টিকেট প্রত্যাশি সহ তাবড় তাবড় নেতাদের। পূর্ব সূচি অনুযায়ী অসম প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বরার নির্দেশে গোটা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে কেন্দ্রীয় সরকারের কৃষি বিল বাতিলের দাবিতে শনিবার দুপুর বারোটা নাগাদ পাথারকান্দি ব্লক কংগ্রেসের উদ্যোগে এক প্রতিবাদী মিছিল বের হয়। এদিন পাথারকান্দিতে অসংখ্য কর্মী-সমর্থকদের উপস্থিতিতে ট্যাক্টরে চড়ে হাতে লাঙল-জোয়াল নিয়ে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন দলীয় কর্মীরা । তাঁরা এই বিলের চূড়ান্ত বিরোধিতা করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নানা প্রতিবাদী স্লোগানে আকাশ-বাতাস কাঁপিয়ে তোলেন। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে দলের ব্লক কংগ্রেস, যুব কংগ্রেস, ও মহিলা কংগ্রেস ছাড়া ও ইয়ং ব্রিগেডের কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। তবে এই কর্মসুচিতে পাথারকান্দি কংগ্রেসের প্রথম সারির কংগ্রেস নেতা সহ বর্তমান সময়ের চর্চায় থাকা স্থানীয় কংগ্রেস নেতাকর্মীদের দেখা যায়নি । এনিয়ে শাসক সহ বিরুধী দলের অন্দর মহলে নানান গুঞ্জন শুনা যাচ্ছে। অনেকের মতে, পূর্বের মত শণিবারের প্রতিবাদি বিক্ষোভ কর্মসুচিতে অংশ নিতে দেখা যায়নি বহু জ্যেষ্ঠ নেতাদের, এতে প্রমানিত, পাথারকান্দি কংগ্রেস যে লবি ভাজিতে বিভক্ত হয়েছে।
পাথারকান্দি কংগ্রেছে লবিবাজের প্রতিফলন । কৃষি বিলের প্রতিবাদি মিছিলে দেখা যায়নি কংগ্রেসের প্রথম সারির নেতাদের
Posted On: Sunday, October 11, 2020 4:08 PM