satnewsnetwork

APDCL কে বেসরকারিকরনের পরিকল্পনার বিরুদ্ধে আন্দোলন

খবর

রাম চক্রবর্তী: স্যাট নিউজ: ০৫ অক্টোবর অসম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিকে বেসরকারিকরনের সিদ্ধান্তের প্রতিবাদে আজ অসমের প্রতিটি বিদ্যুৎ বিভাগের সাব ডিভিশন কার্যালয়ে চলছে আন্দোলন। সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত কার্যালয় বন্ধ করে  ন্যাশনাল কো অর্ডিনেশন কমিটির উদ্যোগে সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে লোয়াইরপোয়া বিদ্যুৎ বিভাগের কার্যালয় চত্বরও রীতিমতো কাপিয়ে তুলেন বিদ্যুৎ বিভাগের কর্মীরা। কেন্দ্র সরকার হুশিয়ার, অসম সরকার হুশিয়ার, ভারতের বেকার সমস্যা বর্ধিত করা চলবে না,অসম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিকে বেসরকারিকরনের পরিকল্পনা বন্ধ করো ইত্যাদি শ্লোগানে উতপ্ত করে তোলেন বিদ্যুৎ কর্মীরা। প্রতিবাদ স্থলে উপস্থিত ছিলেন একাউন্টেন্ট সুবীর ঘোষ,ইউনিয়ন  সেক্রেটারি  অরুপ ধর, মংগল গোয়লা, প্রভাত কর্মী। প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা।

Posted On: Monday, October 5, 2020 5:34 PM
blog comments powered by Disqus