রাম চক্রবর্তী: স্যাট নিউজ: ০৩ অক্টোবর: পাথারকান্দি পুলিশের হাতে আটক ত্রিপুরার দুই এটিএম প্রতারক। গোপন সুত্রের ভিত্তিতে আজ পাথারকান্দি পুলিশ পাথারকান্দি এসবিআইি এটিএম কাউন্টার থেকে দুই এটিএম প্রতারককে হাতেনাতে পাকড়াও করে। পুলিশ আজই এদেরকে আদালতে সোর্পদ করলে তাদের ঠাঁই হয় জেল হাজতে। পুলিশ ধৃতের বিরুদ্ধে প্রতারণাজনিত মামলা নথিভুক্ত করেছে।ধৃত দুই অপরাধীদের মধ্যে একজন হল হাসান আলী (চব্বিশ)।পিতার নাম প্রয়াত নাজিব আলী।বাড়ি ত্রিপুরার চুড়াইবাড়ি থানাধীন বাঘন এলাকায়। অন্যজন হল ফরমুজ আলী (আঠারো)।পিতার নাম হিফজুর রহমান।বাড়ি একই এলাকায়।পুলিশ এদের কাছ থেকে বেশকটি এটিএম কার্ড, নগদ সাত হাজার টাকা সহ দুটো মোবাইল সেট জব্দ করেছে।পুলিশি স্বীকারোক্তিতে ধৃতরা তাঁদের অপরাধের কথা অকপটে স্বীকারও করেছে। সেই মর্মে পুলিশ ধৃতদের বিরুদ্ধে ৫৪/২০২০ নম্বরের মামলায় ভারতীয় দণ্ডবিধির ৪২০/৩৭৯/৪১৩(৩৪)আইপিসি নম্বরের প্রতারনার মামলা নথিভুক্ত করেছে।এ মর্মে থানার ইন্সপেক্টর ওসি তানবীর আহমদ জানান যে, ধৃত প্রতারকরা ত্রিপুরার বিভিন্ন জেলায় এ ধরণের অপরাধ সংগঠিত করে এবার অসমে পাড়ি জমিয়ে পাথারকান্দিতে ঘাটি গড়ার উদ্দেশ্যে ছিল। ওরা এটিএম কাউন্টারের ভিড়ে সাধারণ মানুষকে সাহায্যের নাম করে কার্ড বদল করে পরে বদলকৃত কার্ডের মাধ্যমে জনগনের টাকা হাতিয়ে নিচ্ছিল। এদের বিরুদ্ধে স্থানীয় থানায় আজির উদ্দিন নামের এক ব্যক্তি মামলা দায়ের করেছেন।এবং ত্রিপুরার বিভিন্ন থানায়ও এদের বিরুদ্ধে একাধিক মামলা ঝুলছে।
ত্রিপুরার দুই এটিএম প্রতারক আটক পাথারাকন্দিতে
Posted On: Saturday, October 3, 2020 7:56 PM