satnewsnetwork

২৩ ও ২৪ ডিসেম্বর করিমগঞ্জে বিজেপির রাজ্যিক কার্যনির্বাহী সভা, প্রস্তুতি জোরকদমে

খবর

গৌরীশ নন্দী: স্যাট নিউজ১৪ ডিসেম্বর: কেন্দ্রীয় গৃহমন্ত্রীর অসম সফরের অনুষ্ঠানকে লক্ষ রেখে করিমগঞ্জে অনুষ্ঠিতব্য বিজেপির রাজ্যিক কার্যনির্বাহী সভা তিনদিন এগোলো । ২৬ এবং ২৭ ডিসেম্বরের পরিবর্তে আগামী ২৩ এবং ২৪ ডিসেম্বর করিমগঞ্জে অনুষ্ঠিত হবে হাইভোল্টেজ দলীয় সভাটি । সোমবার এক সাংবাদিক সম্মেলন করে জেলা বিজেপির তরফ থেকে এই তথ্যটি জানানো হয় । প্রথমবারের মতো করিমগঞ্জে অনুষ্ঠিত হওয়া দু'দিনব্যাপী রাজ্যিক কার্যবাহী সভাতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, অসম বিজেপির রাজ্যিক সভাপতি রঞ্জিত দাস সহ বেশকজন মন্ত্রী এবং সাংগঠনিক পদাধিকারী । অসমের প্রতিটি জেলা থেকে উপস্থিত হবেন কার্যকর্তারা । উল্লেখ্য, প্রথমে ২৬ এবং ২৭ ডিসেম্বর দিন ধার্য করা হলেও আগামী ২৭ এবং ২৮ ডিসেম্বর দলীয় সভায় যোগ দিতে গুয়াহাটিতে আসছেন কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ । যার ফলে করিমগঞ্জে অনুষ্ঠিতব্য রাজ্যিক কার্যনির্বাহী সভা তিন দিন এগিয়ে ২৩ ও ২৪ ডিসেম্বর ধার্য করা হয়েছে । হাতে সময় কম থাকায় বিগ বাজেটের দলীয় সভাটির প্রস্তুতি নিয়ে হিমশিম খেতে হচ্ছে করিমগঞ্জ জেলা বিজেপির কার্যকর্তাদের।

NEWSবৃহৎ অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করে তুলতে সোমবার থেকেই সভাস্থল করিমগঞ্জ সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জোরকদমে কাজ শুরু হয়েছে।

Posted On: Monday, December 14, 2020 8:31 PM
blog comments powered by Disqus