করুণা দেব: স্যাট নিউজ: ১২ডিসেম্বর: ছিনতাইবাজ এবং চোরের দলকে লাগাম টানতে করিমগঞ্জ শহরের বিভিন্ন স্থানে বসানো হবে সিসিটিভি ক্যামেরা। ইদানিং কালে করিমগঞ্জ শহরের বিভিন্ন স্থানে সিনেমার কায়দায় মটর সাইকেল চুরি, স্বর্ণ অলংকার ও টাকা ছিনতাই, সহ বিভিন্ন অসামাজিক কার্য্যকলাপের মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে। জেলা পুলিশ প্রশাসন এসব কার্য্যকলাপ প্রতিরোধ করতে অনেক প্রচেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে । কোনো অবস্থায় এদের বিরুদ্ধে লাগাম টেনে ধরতে সফল হতে পারেনি। ফলে একের পর এক ঘটনা দিনের পর দিন ক্রমশ বৃদ্ধি পেয়েছে। একদিকে মটর সাইকেল চুরি অন্যদিকে দ্রুত বেগে মটর সাইকেল চালিয়ে টাকা, স্বর্ণ অলংকার ছিনতাই করে পালিয়ে যেতে সক্ষম এ ধরনের বেশ কয়েকটি ঘটনা ইতিমধ্যে শহরে সংগঠিত হয়েছে । কিন্তু এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পূর্বেই পুলিশকে রীতিমতো চ্যলেঞ্জ জানিয়ে আরেকটি ঘটনা ঘটিয়ে ফেলে । এরই পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসন এদের বিরুদ্ধে লাগাম টেনে ধরতে শহরের বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। সূত্র অনুযায়ী করিমগঞ্জ পুলিশ শহরের বিভিন্ন এলাকায় সিসি ক্যামেরা বসানোর স্থান ইতিমধ্যে পরিদর্শন করে নিয়েছে । তবে কোন কোন স্থানে সিসি ক্যামেরা বসানো হবে তা আপাতত গোপন রাখা হয়েছে।
ছিনতাইবাজ এবং চোরের দলকে লাগাম কষতে করিমগঞ্জ শহরের বিভিন্ন স্থানে স্থাপন হবে সিসিটিভি ক্যামেরা।
Posted On: Saturday, December 12, 2020 9:23 AM