নিউজ ডেক্স: স্যাট নিউজ
করিমগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে করোনার গণ সংক্রমনের ঘটনা । বিগত ২৪ ঘণ্টায় একটি ৬মাসের শিশু সহহ ৩০ জন লোক সংক্ৰমিত হয়েছেন করোনায় । এর মধ্যে ২৭ জনরেই নেই ভ্ৰমন বৃত্তান্ত । শহরের রেল কলোনি এলাকায় একদিনে মোঠ ২২জন লোক সংক্ৰমিত হয়েছেন করোনা ভাইরাসে । গত সপ্তাহে করিমগঞ্জ রেল কলোনীতে একজন লোকের মৃত্যুর দুদিন পর সোবাব পরীক্ষার ফলাফল বের হয়, লোকটি কোভিদ পজিটিভ ছিলেন বলে | জেলা প্ৰশাসন তরিঘরি করে মৃতদেহ সত্কারে যাওয়া ৪৩ জন শ্মশানযাত্ৰীর লালারস পরীক্ষা করায় । গতকাল তাদের মধ্যে ২২ জনের ফলাফল পজিটিভ আসে । এদিকে করিমগঞ্জ জেলা উপায়ুক্ত কাৰ্য্যালয়ের চতুৰ্থ বৰ্গের একজন কৰ্মী , জেলা উপায়ুক্তের ব্যক্তিগত সচিব এবং একজন চিকিত্সকও করোনা সংক্ৰমিত হয়েছেন | আক্ৰান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জেলা প্ৰশাসন বাধ্য হয়ে আরম্ভ করেন জেলার দ্বিতীয় করোনা চিকিত্সালয় | মঙ্গলবার রাতেই কোভিড রোগীর জন্য খুলে দেওয়া হয় কচুয়াদাম মডেল চিকিত্সালয় | জেলাতে এখন পর্য্যন্ত মোট ৫৯৫ জন করোনা সংক্ৰমিত হওয়ার পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছিন ৪০৭ জন রোগী | জেলায় বৰ্তমানে মোট এক্টিভ করোনা রোগীর সংখ্যা ১০৬ হলেও এ পর্য্যন্ত দুজনের মৃত্যু ঘটেছে |