রাম চক্রবর্তী : পাথারকান্দি : ২৯ জুলাই
এবার পাথারকান্দি হাসপাতালের এক কর্মীর দেহে করোনা পজিটিভ ধরা পড়া সহ স্থানীয় আরও দুই ব্যক্তির শরিরে করোনা ভাইরাসের জীবাণুর উপস্থিতি নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে পাথারকান্দি এলাকায় । বুধবার হাসপাতালের কম্পিউটার ডাটা অপারেটর মনোজিত সিনহার শরীরে করোনা পজিটিভ ধরা পড়ার খবর পাওয়া যায় । পরে তাকে রাতেই করিমগঞ্জ কোভিড হাসপাতালে ভর্তি করা হয় । এদিকে সীমান্তবর্তি কাঁঠালতলি এলাকার বাঘন ও কুর্তি গ্রামের দুই যুবকের শরীরেও করোনা পজিটিভ ধরা পড়ে । জানা গেছে গত(বিশ)জুলাই বাঘন গ্রামের চার নম্বর ওয়ার্ডের আব্দুল হাসিমের পুত্র জসিম উদ্দিন এবং কুর্তি গ্রামের সাত নম্বর ওয়ার্ডের ময়নুল হকের ছেলে দিলওয়ার হোসেন বিমানে চেপে বেঙ্গালুরু থেকে শিলচর আসেন। সেখানে রুটিন পরীক্ষার পর তাদের উভয়কে ছেড়ে দেওয়া হয়। বদরপুরে আসার পর তাদের লালা রস সংগ্রহ করে নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন চিকিৎসক সহ প্রশাসনিক কর্মকর্তারা। সেই হিসেবে উভয়েই গত(কুড়ি)জুলাই থেকে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। গতকাল গভীর রাতে উভয়ের রিপোর্ট পজিটিভ আসে। করিমগঞ্জ জেলা প্রশাসনের তরফে বিষয়টি কাঠালতলি পুলিশকে অবগত করা হলে আজ দুপুরে মেডিকেল টিম সহ প্রশাসনিক লোকের উপস্থিতিতে জসিম উদ্দিন ও দিলওয়ার হোসেনকে করিমগঞ্জ কোভিড হাসপাতালে নিয়ে যান স্বাস্থ্য কর্মীরা।