satnewsnetwork

লাতুতে ছয়টি এলাকা কন্টেইমেন্ট জোন ঘোষণা প্রশাসনের

খবর

সুদীপ দাস : করিমগঞ্জ : ৩০ জুলাই
 কোন ধরনের ভ্রমন বৃত্বান্ত ছাড়াই একদিনে ছয়জন কভিডে আক্রান্ত হওয়ার ফলে লাতু এলাকাকে প্রায় কন্টেইমেন জোন হিসাবে ঘোষণা করা হয়েছে করিমগঞ্জ জিলা প্রশাসনের পক্ষ থেকে । বুধবার এবিষয়ে নির্দেশ জারি করেছেন জেলাশাষক আনবামুথান এম.পি. । লাতুর কোভিড আক্রান্তের স্থায়ী ঠিকানা থেকে মোটামোটি ৫০০ মিটারকে কন্টেইমেন্ট জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে । কোন ধরনের প্রবেশ এবং বাহির হতে কড়া নির্দেশ জারি করা হয়েছে । সরাকরি নির্দেশনা অমান্য করলে দুর্যোগ মোকাবিলা আইনের অধীনে বিহিত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে নির্দেশনায় । কন্টেইনমেন্ট জোন হিসাবে চিহ্নিত থাকা পাড়ার মধ্যে রয়েছে বালিদাড়া আশ্রম থেকে, গ্যাস এজেন্সি, বালিদাড়া কালিবাড়ি, লাতু বাস স্ট্যান্ড থেকে লাতু কালিবাড়ি, লাতু বাজার, মালেগড় লঙ্গাই ব্রিজ থেকে বি.এস.এফ. ক্যাম্প অবধি, লাতু বড় মসজিদ থেকে মোকাম বর্ডার অবধি ।

উল্লেখ্য, গত সোমবার লাতু এলাকার ছয়জন কোভিড আক্রান্ত হন । ২২ জুলাই লাতু হাসপাতালে সোয়াব টেস্ট করা  হলে পাঁচজনের পজিটিভ রেজাল্ট আসে । এর মধ্যে তিনজনই প্রথম সারির কোভিড যোদ্ধা ।  লাতু হাসপাতালের দুই স্বাস্থ্য কর্মী এবং লাতু পুলিশ পোস্টের পুলিশ কর্মী । অন্য তিনজন ব্যবসায়ী । বর্তমানে আক্রান্ত ছয়জন করিমগঞ্জ কভিড ট্রিটমেন্ট সেন্টারে চিকিৎসাধীন । শারীরিক ভাবে সবাই মোটামোটি সুস্থ । সিল করে দেওয়া হয়েছে লাতু হাসপাতাল । পরবর্তী নির্দেশ না আসা অবধি লাতু হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে ।   অন্যদিকে বুধবার লাতুর আরো এক যুবক কোভিড ১৯ আক্রান্ত হয়েছেন।  হারুন রশিদ নামের যুবক বেঙ্গালুরু থেকে বাড়ি ফেরত । বুধবার বদরপুরে রেপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে তার শরীরে কোভিডের জীবাণু ধরা পড়ে । সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করা হয় কচুয়াদাম হাসপাতালে ।

Posted On: Thursday, July 30, 2020 8:05 PM
blog comments powered by Disqus