নিউজ ডেস্ক: স্যাট নিউজ: ০১ আগষ্ট
৫ আগষ্ট রামমন্দিরের ভূমি পূজোন নিয়ে চলছে জোরদার প্রস্তুতি । সাজসজ্জা, পেণ্ডেল নির্মান সহ চলছে মহাপ্রসাদ তৈরির কাজ । অযোধ্যায় তৈরি হচ্ছে ১লক্ষ ১১হাজার লাড্ডু । এই লাড্ডুগুলো অযোধ্যায় রামন্দিরের ভূমিপুজোনের দিন দেবরাহা আশ্রমের পক্ষ থেকে রাম ভক্তদের প্রসাদ হিসাবে বিতরন করা হবে । ১০ হাজার স্টিলের টিফিনে লাড্ডুগুলো বিতরণের ব্যবস্থা করা হবে । সেইসঙ্গে ভূমিপুজোর লাড্ডু সব দেশের দূতাবাসে পৌছানো হবে বলে জানালেন রাম মন্দির ট্রাস্ট বোর্ড
রামমন্দিরের ভূমি পূজোন অনুষ্ঠানের জন্য প্রস্তুত হচ্ছে ১ লক্ষ ১১ হাজার লাড্ডু
Posted On: Saturday, August 1, 2020 3:30 PM