satnewsnetwork

ইসলাম ধৰ্মী যুবক পুত্ৰের দায়িত্ব পালন করে সৎকার করল একজন হিন্দু মহিলাকে

খবর

নিউজ ডেস্ক: স্যাট নিউজ: ০১ আগষ্ট
বিভেদের রাজনীতির পরিবৰ্তে সম্প্ৰীতির বাস্তব নিদর্শন দেখা গেল  আসামের শিবসাগরে । এক ইসলামধৰ্মী যুবক ধৰ্মের মাকে বৈদিক নিয়মনীতি মেনে করলেন  দাহ সৎকার । ধর্মের উৰ্দ্ধে  যে মানুষ আর মানবিয়তা, সেই কথাটিই প্ৰতিপন্ন করলো শিবসাগরের তফজ্জুল ইসলাম নামের যুবকটি ।   শিৱসাগরের  শান্তিবন আশ্ৰমে  ইসলাম ধৰ্মী যুবকটি পুত্ৰের দায়িত্ব পালন করে সৎকার করল একজন হিন্দু মহিলাকে । তফজ্জুল ইসলামের দ্বারা দাহ সৎকার করা মহিলার নাম অরুণা বরুয়া । শিবসাগরের বাসিন্ধা অরুনা বরুয়া স্বামীর মৃত্যুর পর প্রায় একাকি হয়ে যান । মহিলার তিনজন কন্যা সন্তান থাকলেও তাদের দুরে বিয়ে হওয়ায় দেখাশুনা করার মতো সুযোগ সুবিধা ছিলো না । এদিকে  বয়সের চাপ এবং বাৰ্ধক্যজনিত শারিরিক অসুস্থতাতে ভোগতে হয় তাকে  । সৌভাগ্যবসতঃ  ২০০৪  সালে তফজ্জুল ইসলামের সাথে পরিচয় হলে সেই থেকে আজ পৰ্যন্ত  অরুনা বরুয়াকে মায়ের আসনে বসিয়ে সেবা শুশ্রুষা করে আসছিলেন তফজ্জুল ।  পালন করে আসছিলেন সম্পূর্ণরূপে পুত্ৰের দায়িত্ব । বার্ধক্যজনিত রোগে শুক্রবার অরুনা বরুয়ার মৃত্যু  ঘটে । ২০০৪ সাল থেকে পুত্ৰের দায়িত্ব পালন করে আসা তফজ্জুল শিৱসাগরের  শান্তিবন আশ্ৰমে  বৈদিক নিয়মনীতির মাধ্যমে দাহ সৎকার করে বিদায় জানান ধর্মের মা অরুনা  বরুয়াকে ।

Posted On: Saturday, August 1, 2020 3:36 PM
blog comments powered by Disqus