satnewsnetwork

কাটিগড়া সীমান্তে বি.এস.এফ. জওয়ানদের রাখি পরালো বিজেপি মণ্ডল মহিলা মোর্চা

খবর

অসীম দেব: করিমগঞ্জ : ০৩ অগাষ্ট
কর্তব্যের খাতিরে নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন বর্ডারে কর্মরত বিএসএফ জওয়ানরা। পরিজনদের সাথে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করতে পারেন না তারা । আজ রাখি উৎসব। দেশ রক্ষায় নিয়োজিত ভারত-বাংলাদেশ কাটিগড়া সীমান্তে অবস্থানরত বিএসএফ জওয়ানদের ক্ষেত্রেও একই অবস্থা । পরিবার থেকে দুরে থাকার দুঃখকে লাঘব করতে তাঁদের হাতে রাখি বেঁধে রাখি বন্ধন উৎসব পালন করলেন কাটিগড়া মহিলা মোর্চার কর্মকর্তারা। করোনা মহামারির কারনে সামাজিক দুরত্ব বজায় রেখে জওয়ানদের হাতে রাখি বেঁধে মিষ্টি খাওয়ালেন মহিলা মোর্চার কর্মীরা। সঙ্গে দিলেন উপহার সামগ্রী। রাখি পরে উৎফুল্লিত হয়ে পরেন বিএসএফ জওয়ানরাও। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অমরচাঁদ জৈন, দক্ষিণ কাটিগড়া জেলা পরিষদ সদস্য অসীম দত্ত, মণ্ডল সভাপতি বাবলা দেব, মণ্ডলের বিভিন্ন মোর্চার পদাধিকারী ও বিজেপি নেতারা।

news

Posted On: Tuesday, August 4, 2020 7:00 PM
blog comments powered by Disqus