satnewsnetwork

ত্রিপুরার কদমতলা এলাকায় আত্মহত্যা এক দিনমজুরের

খবর

রাম চক্রবর্তী : পাথারকান্দি : ৩০ জুলাই
ফাঁসিতে আত্মহত্যা এক মাঝ বয়সী ব্যক্তির। মৃত ব্যক্তির নাম পীযূষ দাস (৫০) পিতা প্রহ্লাদ দাস, বাড়ি উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানা এলাকার ব্রজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতে । পেশায় উনি ছিলেন দিনমজুর। উনার স্ত্রী অনেক পূর্বেই মারা যাওয়ায় বাড়িতে তিনি একাই থাকতেন। তাছাড়া উনার একমাত্র ছেলে কর্মসূত্রে বহিঃরাজ্যে থাকে। বাড়িতে উনার ভাই এবং আত্মীয়-স্বজন রয়েছেন। সংবাদ সুত্রে জানা যায়, নিত্যদিনের মত গতকাল রাত্রিবেলা সবার সঙ্গে খাওয়া-দাওয়া করে নিজ ঘরে চলে যান তিনি। কিন্তু রাতেই সকলের চোখে ফাঁকি দিয়ে  আড়াইশো মিটার দূরে একটি টিলায় আমগাছের মধ্যে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। আজ ভোর অনুমানিক পাঁচটা নাগাদ পাশের বাড়ির এক মহিলা এই দৃশ্য প্রত্যক্ষ করে সঙ্গে সঙ্গে মৃতের বাড়িতে খবর দেন। খবর পেয়েই ছুটে আসেন মৃতের পরিবারের লোকজনরা। তারপর খবর দেওয়া হয় কদমতলা থানার পুলিশকে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশবাহিনী। উনাদের উপস্থিতিতে মৃতদেহ নামিয়ে নিয়ে আসা হয় কদমতলা হাসপাতালের মর্গে। ময়নাতদন্তের পর মৃতদেহটি আত্মীয়-পরিজনদের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের প্রাথমিক ধারণা এটি আত্মহত্যারই ঘটনা। তবে কী কারণে এই আত্মহত্যা তা এখনো জানা যায়নি। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে গোটা ঘটনার তদন্ত করছে।

Posted On: Saturday, August 1, 2020 4:51 PM
blog comments powered by Disqus