satnewsnetwork

ত্রিপুরায় টানা লক ডাউনের ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ কৃষকরা

খবর

শিবম পুরকায়স্থ : করিমগঞ্জ: ০১ আগষ্ট
গোটা  বিশ্বের সাথে ত্রিপুরা রাজ্য জুড়েও চলছে করোনা ভাইরাসের দাপাদাপি। আর এই মারণব্যাধি হাত থেকে পরিত্রান পেতে রাজ্যসরকার সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছিল।  বৃহস্পতিবার ছিল লকডাউনের  চতুর্থ দিন। সেই লকডাউন শেষ হতে না হতেই পুনরায় ৪ঠা আগস্ট ভোর পাঁচটা পর্যন্ত ফের লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। আর এই লকডাউনের গেরাকলে পরে বহু এলাকার কৃষকদের মাথায় হাত ‌। কৃষকরা তাদের ক্ষেতের উৎপাদিত বিভিন্ন রকমের  শাক- সব্জি বাজারজাত করতে পারছেন না। লকডাউনের কারণে পরিবহন ব্যবস্থাও বন্ধ। তেলিয়ামুড়া মহাকুমার বাইশঘরিয়া, নয়নপুর, ঘিলাতলী, কৃষ্ণপুর সহ তার আশপাশ এলাকা জুড়ে প্রায় আড়াই হাজার কৃষক দের বসবাস। করুণা অতিমারিতে কৃষকদের অবস্থা খুবই করুন হয়ে দাড়িয়েছে। লকডাউনের কারণে গাড়ি চলাচল বন্ধ থাকায় কৃষকরা যেমন কৃষিজ ফসল বাজারজাত করতে পারছে না , ঠিক তেমনি বিভিন্ন জায়গা থেকে পাইকারি খদ্দেরও আসতে পারছে না । ফলে কৃষকদের উৎপাদিত কৃষিজ ফসল ক্ষেতেই  পেকে নষ্ট হচ্ছে। এগুলির মধ্যে পটল, ঝিঙে,  কারকোল, কচি চাল কুমোর, ঢেঁড়স ইত্যাদি সব্জি।
এব্যাপারে এলাকার ক্ষতির সম্মুখীন হওয়া দুই কৃষক জানান, কৃষকেরা যে ক্ষতির সম্মুখীন তা রাজ্য সরকারও জানে। রাজ্য সরকার কৃষকদের স্বার্থে কাজও করে যাচ্ছে। এরপরও ক্ষতির সম্মুখীন হওয়া কৃষকরা দাবি জানান সরকারি অতিরিক্ত সাহায্য পাওয়ার জন্য।

news

Posted On: Saturday, August 1, 2020 5:42 PM
blog comments powered by Disqus