satnewsnetwork

পাথারকান্দিতে দুই চিকিৎসক সহ পাঁচ স্বাস্থ‌্যকর্মী করোনা আক্রান্ত

খবর

রাম চক্রবর্তি: পাথারকান্দি : ০৩ অগাষ্ট
পাথারকা‌ন্দি‌তে হু হু ক‌রে বে‌ড়ে চ‌লে‌ছে ক‌রোনার প্রকোপ । গত কয়‌দি‌নে ভ্রমন বৃত্বান্ত ছাড়াই  অনে‌কে আক্রান্ত হওয়ার খব‌রে স্থানীয় জনম‌নে নতুন ক‌রে হতাশা সহ একরাশ আতঙ্ক দেখা দি‌য়ে‌ছে। ধীরে ধীরে ক‌রোনার গ্রাফস্ ঊর্ধগামী হওয়া‌তে খোদ স্বাস্থ‌্য বিভাগ‌কেও বিষন্ন হ‌তে দেখা‌চ্ছে। গতকাল প্রাপ্ত রি‌পো‌র্টে একদিনে শুধুমাত্র পাথারকান্দি হাসপাতালে দুই চিকিৎসক সহ পাঁচ স্বাস্থ‌্যকর্মী আক্রান্ত ব‌লে চাঞ্চল‌্যকর খবর পাওয়া গে‌ছে। র‌্যাপিড এন্টিজেন টেষ্টে পাথারকান্দি হাসপাতালের এই পাঁচজনের দেহে করোনা পজিটিভ ধরা পড়ে।এদের মধ্যে হলেন হাসপাতালের এসডিএমও ডাঃ প্রদীপকুমার দে, ডাঃ বি,কে সিং, স্বাস্থ্যকর্মী মনিকা সিনহা, অস্থায়ী কর্মী সুমেন সিনহা ও সাফাইকর্মী রাজু ভাস্ফর বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে। এদের কারো কোন ভ্রমন বৃত্তান্ত নেই। জেলা প্রশাসনের তরফ থেকে এদের প্রত্যেককেই আজ বিকা‌লে করিমগঞ্জ কোভিড হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়ে‌ছে। এদিকে হাসপাতালের এই আক্রান্তরা ইদানিং যে কতজনের সংস্পর্শে এসেছেন তাঁর সঠিক হিসেব পাওয়া দুষ্কর। ফলে বর্তমানে এই মহামারি বৃহত্তর এলাকায় ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই বেশি বলে ধারণা কর‌ছেন স‌চেতন মহল।এক‌দি‌নে পাঁচ স্বাস্থ‌্যকর্মীর শ‌রি‌রে কো‌ভিডের জীবাণু ধরা পড়ায় স্থানীয় হাসপাতা‌লের নিয়‌মিত প‌রি‌ষেবা নি‌য়ে দু‌শ্চিন্তা দেখা দি‌য়ে‌ছে। বর্তমানে জরুরিকালীন কোন স্বাস্থ্য পরিষেবা পেতে জনগন‌কে জেলা সদরের উপর ভরসা করতে হবে ব‌লে অ‌নে‌কে ম‌নে কর‌ছেন অনেকেই। এর আগেও এই হাসপাতালের অন‌্য দুই কর্মী ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে বর্তমা‌নে চি‌কিৎসাধীন। গত এক সপ্তাহ পূর্বে হাসপাতালের ব্লক ডাটা ম্যানেজার মনোজিত সিনহা ও অস্থায়ী এক কর্মীর দেহে পজিটিভ ধরা পড়ার পরই তড়িঘড়ি করে প্রশাসনের তরফ থেকে মনোজিত সিনহার কোয়াটার ও তাঁর পাশ্ববর্তী এলাকায় কন্টেনমেন্ট জোন ঘোষণা করে সা‌র্কেল প্রশাসন। আজ ফের এই বি‌শেষ জোন এলাকা‌তে যাহা‌তে জনগন চলা‌ফেরা না ক‌রেন সেই ম‌র্মে মাইক‌যো‌গে প্রচার চা‌লি‌য়ে সবাই‌কে সতর্ক ক‌রে দেওয়া হ‌য়ে‌ছে। অনেকের ম‌তে ক‌রোনা প্রটোকল অনুযায়ি শুধুমাত্র পাথারকা‌ন্দি সদর বাজার‌কে পূর্ণ লকডাউ‌নের আওতায় আনা হলেও এলাকার অন‌্যান‌্য বাজারগ‌ু‌লো সরকা‌রি বি‌ধি নি‌ষেধ‌কে উপেক্ষা ক‌রে বহাল ত‌বিয়‌তে চল‌ছে। এসব বন্ধ করা সহ প্রকাশ‌্য স্থা‌নে সবাই‌কে মাক্স পরা বাধ‌্যতামুলক করা হ‌লে মহামারি ক‌রোনার কিছুটা হ‌লেও লাগাম টানা সম্ভব ব‌লে মত‌ পোষন ক‌রে‌ছেন এলাকার স‌চেতন মহল।

Posted On: Tuesday, August 4, 2020 7:45 PM
blog comments powered by Disqus