satnewsnetwork

গোমতী জেলা পুলিশ এবং বিএসএফের যৌথ অভিযানে ৫ লক্ষাধীক বাংলাদেশী টাকা সহ আটক দুই

খবর

সঞ্জয় দাস: করিমগঞ্জ : ০৪ অগাষ্ট

বিএসএফের ১৩ ও ৩৪ নং ব্যাটেলিয়ান এবং গোমতী জেলার পুলিশের বৃহত্ সাফল্য । গোপন সুত্রের খবরের ভিত্তিতে যৌথ অভিযানে ৫ লক্ষাধীক বাংলাদেশী টাকা সহ আটক করল দুইজনকে ।  মঙ্গলবার TRO8-0709 টাটা জেস্ট একটি গাড়িকে মনু থেকে ধাওয়া করে বিএসএফের ১৩ ও ৩৪ নং ব্যাটেলিয়ানের জওয়ানরা । অবশেষে বিএসএফ এবং গোমতী জেলা পুলিশের যৌথ উদ্যোগে বাগমা পুলিশ ফাঁড়িতে এসে গাড়িটিকে পাকড়াও করা হয় । গাড়িতে উজ্জ্বল মল্ল নামে এক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণে বাংলাদেশের টাকা উদ্ধার হয় । উজ্জ্বল মল্লের কাছ থেকে বাংলাদেশি টাকায় প্রায় ৫ লক্ষ ৭৫ হাজার ৫০০ টাকা পাওয়া যায় ।  গাড়ির চালক হিসেবে ছিলেন প্রবীর সরকার । ওদের দুজনের বাড়ি সাব্রুমের মনু এলাকায় । পুলিশ গাড়ি জব্দ করা সহ দুইজনকেই আটক করে । একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ।

Posted On: Tuesday, August 4, 2020 8:23 PM
blog comments powered by Disqus