
নিউজ ডেস্ক: স্যাট নিউজ: ২৪ সেপ্টেম্বর: আসাম পুলিশে এস আই কেলেংকারির সাথে জড়িত থাকার অভিযোগে এখন পর্য্যন্ত ১৯ জনকে গ্ৰেপ্তার করেছে পুলিশ । গতকাল এক সাংবাদিক সম্মলেন ডেকে একথা জানিয়েছেন আসাম পুলিশের সঞ্চালক প্ৰধান ভাস্কর জ্যোতি মহন্ত । তিনি জানান, ২৩ এবং ২৪ সেপ্টেম্বর তারিখে সিআইডি চালানো অভিযানে পি কে দত্তের বাসগৃহ এবং বেতকুছিতে থাকা হোটেল ভাৰ্গবে ৫লক্ষ ৫০ হাজার নগদ টাকা সহ প্ৰাৰ্থীর রেজিষ্টেশন কাৰ্ড জব্দ করা হয় । লখরা চারিয়ালিতে থাকা হোটেল ভাৰ্গবেও সিআইডির অভিযানে ৪৪৫টি এডমিশন ফর্ম, প্ৰাৰ্থীর ই-এডমিট কাৰ্ড, বিজ্ঞাপনের একটি ড্ৰাফট সহ প্ৰাৰ্থীকে ট্ৰেনিং দেওয়ার জন্য ব্যৱহৃত ফর্ম এবং ফিস্ আদায়ের রশিদ উদ্ধার করে । এদিন পি কে দত্তের বাসগৃহ থেকে ১.৫২২ কিলোগ্ৰাম সোনা, ৪ রাউণ্ড গুলি সহ অনুঞ্জাপত্ৰ বাতিল হওয়া একটি .৩২ পিষ্টলও উদ্ধার করে পুলিশ । সিআইডি এই মামলায় ৪ জন লোককে গ্রেফতার করে । সিআইডি পুলিশ পশ্চিম কাৰ্বি আলং জেলার খেরনির হিরক জ্যোতি বরুয়া, নলবারী জেলার বলোয়া থেকে রুপম ডেকা, লক্ষীমপুৰ জেলার জারাবাড়ি থেকে রিতুরাজ বরা, কামরূপ মহানগর জেলার চান্দমারির জয়দীপ বরুয়াকে গ্ৰেপ্তার করে । অন্যদিকে পুলিশের ক্ৰাইম ব্ৰাঞ্চ নিজে রজ্জু করা মামলা নং ১৩/২০২০ u/s 418/420/120(b) IPC র ভিত্তিতে ৯ জনকে গ্ৰেপ্তার করেছে । কামরূপ মহানগর জেলার অম্বিকাগিরি নগরের প্ৰাঞ্জল কুমার শৰ্মা এবং বিমল থাপা, নুনমাটির অলকেশ বৈশ্য, বেলতলা তিনিআলির প্ৰনব বরা, বরপেটা জেলার ভেলাগুরির ধ্ৰুবজ্যোতি দাস, কামরূপ গ্ৰাম্য জেলার জালিমুরার অশোক দাস, কামরূপ মহানগর জেলার নুনমাটি থেকে সঞ্জীৱ শৰ্মা, উলুবারির যুগামী ব্ৰহ্ম এবং কামরূপ গ্ৰাম্য জেলার কুশল দাসকে গ্ৰেপ্তার করে পুলিশ ।