satnewsnetwork

এই সপ্তাহে করিমগঞ্জে ২০৯ জন কোভিড পজিটিভ এর বিপরীতে রিলিজ ৭৮৪ জন

খবর

নিউজ ডেস্ক: স্যাট নিউজ: ১৬ সেপ্টেম্বর: সমগ্র রাজ্যে দ্রুতগতিতে করোণা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও এ সপ্তাহে করিমগঞ্জে সামান্য স্বস্তির নিঃশ্বাস। এ সপ্তাহে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২০৯ জন হলেও ছাড়া পেয়েছেন মোট ৭৮৪ জন । বুধবার করিমগঞ্জ জেলায় ১৯ জনকে কোভিড পজিটিভ সনাক্ত করা হলেও ১৭০ জনকে রিলিজ দেওয়া হয়েছে। জেলায় এ পর্যন্ত মোট ৩৪২৮ কোভিড আক্রান্ত হয়েছেন এবং ২৭৮৪ জন সুস্থ হয়েছেন। চলতি সপ্তাহে আক্রান্তের সংখ্যা থেকে রিলিজ পাওয়ার সংখ্যা বেশি ছিল। গত ১০ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ২০৯ জন আক্রান্ত হওয়ার বিপরীতে ৭৮৪ জন রিলিজ পেয়েছেন। 
       এদিকে মিজোরামের কলাশিব জেলার জেলা ম্যাজিস্ট্রেট করিমগঞ্জের জেলা শাসক এবং পুলিশ সুপারের কাছে একটি পত্রযোগে মিজোরামে ঢোকার নির্দেশিকা জারি করেছেন।

News নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, যে সব গাড়ী চালক এবং খালাসিদের কোভিড নিগেটিভ রিপোর্ট রয়েছে কেবল তাদেরকেই মিজোরামে ঢুকতে দেওয়া হবে । এছাড়া কাউকে পজিটিভ পাওয়া গেলে কলাশিবে চিকিৎসার বিধি অনুসারে লিখিত অনুমতি দিলেই মিজোরামে ঢুকতে দেওয়া হবে।

Posted On: Wednesday, September 16, 2020 8:56 PM
blog comments powered by Disqus