satnewsnetwork

করিমগঞ্জ হোলসেল কো-অপারেটিভ সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

খবর

নিউজ ডেস্ক: স্যাট নিউজ: ২২ সেপ্টেম্বর:মঙ্গলবার করিমগঞ্জ হোলসেল কো-অপারেটিভ সোসাইটির  বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় । সোসাইটির ডিপার্টমেন্ট্যাল ষ্টোর সহচরীর উপর তলায় এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভায় গত বছরের হিসেব নিকেশর খতিয়ান সহ পালিত হওয়া বিভিন্ন কার্যাবলির সূচি তোলে ধরা হয় । সভায় চলতি অর্থ বছরের জন্যও বিভিন্ন প্রস্তাব গৃহিত হয় । সভায় সভাপতিত্ব করেন হোলসেল কো অপারেটিভ সোসাইটির  চেয়ারম্যান সুব্রত দেব। সম্পূর্ণভাবে কোভিড প্রটোকল মেনেই করিমগঞ্জ হোলসেল কো-অপারেটিভ সোসাইটির  ২০২০-২১ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় । সভায় উপস্থিত সকল সদস্যটরা সরকারি নির্দেশ মেনে মাস্ক লাগানো সহ সরকারি সব নিয়ম যথার্থ ভাবে পালন করেন। আনলক ফোর অনুযায়ী স্বল্প পরিসরে খুব সীমিত সংখ্যাক লোক নিয়ে সভা করার বিধান রয়েছে। সেই অনুযায়ী জনাকয়েক সদস্য নিয়ে সভা হয়। তবে অনলাইনে জুম অ্যা পের মাধ্যমে বহু সদস্য সভায় অংশ নেন।

NEWS

সভায় সোসাইটির বাই লো ১৭-৩ অনুযায়ী আলোচ্যত সূচির উপর আলোচনার পর সিদ্ধান্ত গৃহিত হয়। আলোচনার প্রধান বিষয় ছিল বিগত দিনের কাজকর্ম নিয়ে সোসাইটির সম্পাদকের প্রতিবেদন। প্রতিবেদন পাস হওয়ার পর অন্যপন্যি বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে রয়েছে  বিগত সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, চলতি বছরের কার্য পরিকল্পনা, চলতি বছরের আয় ব্যিয়ের খসড়া বাজেট অনুমোদন, ঊর্ধ্বতন ঋণ গ্রহণের সীমা নির্ধারণ, অভ্যনন্তরিন হিসাব পরীক্ষক নিয়োগ ইত্যাদি । করিমগঞ্জ হোলসেল কো-অপারেটিভ সোসাইটির  দুবারের চেয়ারম্যান জানিয়েছেন সবকটি বিষয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনাক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়েছে। তিনি জানান, প্রতি বছর ত্রিশ সেপ্টেম্বরের মধ্যে এই সাধারণ সভা করতে হয়। এবার করোনার জন্য সভা নিয়ে সংশয় ছিল। তবে আনলক ফোর লাঘু হওয়ায় সভা করতে তেমন সমস্যা হয় নি। সাধারণ সভা শেষে কো অপারেটিভ সোসাইটির অন্যোতম বোর্ড অব ডিরেক্টর রথীন্দ্র ভট্টাচার্যের মৃত্যুতে তার বিদেহী আত্মার চির শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন সহ শোক প্রকাশ করা হয় ।

Posted On: Tuesday, September 22, 2020 9:48 PM
blog comments powered by Disqus