জগবন্ধু রায়: স্যাট নিউজ ২৭সেপ্টেম্বর: সনাতন ধর্ম যতদিন বেঁচে থাকবে ভারতবর্ষের অস্তিত্বও ততদিন টিকে থাকবে। ইতিহাস স্বাক্ষী আছে, অনেক ঘাত প্রতিঘাত মোকাবিলা করে কোটি কোটি নিরিহ প্রানের বিনিময়ে ভারতবর্ষে সনাতন ধর্ম আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। যদিও অখন্ড ভারত ধর্মের ভিত্তিতে কয়েক টুকরো হয়েছে এর জন্য আমাদের একতার অভাব ছিলো। এর জন্য চাই সংগঠন। রবিবার বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারীর ভার্চুয়াল প্রদেশ সম্মেলনে এভাবেই নিজের অভিমত তোলে ধরেন পদ্মশ্রী নিবেদিতা ভিড়ে। বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী অসম প্রদেশের সবকটি বিভাগ, নগর, কার্যস্থান, সম্পর্কস্থান কার্যকর্তা এবং বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও এই ভার্চুয়াল সম্মেলনে অংশ নেন। আমেরিকায় শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দের ভাষণের উপর ভিত্তি করে রাজ্য সম্মেলনে মুখ্য অথিতি বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারীর সর্বভারতীয় সহ সভানেত্রী তথা পদ্মশ্রী নিবেদিতা ভিড়ে বলেন, নানা ভাবে কোণঠাসা করে রাখা সনাতন ধর্ম থেকে বিশ্বের সব ধর্ম ভাষা সংস্কৃতির সৃষ্টি। ভারতের শিক্ষা ব্যবস্থা বিশ্ব সেরা ছিল। বর্তমানে ভারত অন্যান্য দেশের তুলনায় শিক্ষা নীতিতে পিছিয়ে থাকলেও, ভারত পুনরায় বিশ্ব গুরুর আসন লাভ করতে সমর্থ হবে। নিবেদিতাজী বলেন স্বামী বিবেকানন্দ শিকাগো সম্মেলনে শুধু ছয়টি বিষয় নিয়ে প্রতিদিন বিশ্ব ধর্ম সম্মেলনে বক্তব্য রেখেছিলেন। প্ৰথমে স্বামীজির বক্তব্য দেওয়ার অনুমতি মিলেনি, কিন্তু প্রথম দিন বক্তব্য রাখতে গিয়ে সম্মেলনে উপস্থিত সকলকে "সিস্টার এন্ড ব্রাদার" বলে সম্বোধন করে ভারতবর্ষের বা ভারতীয়দের সংস্কৃতির ও ভ্রাতৃত্ববোধের পরিচয় তোলে ধরেন। তিনি বলেন পরাধীন ভারতের স্বাধীনতা আন্দোলনের বিশ্ব জনজাগরণের সূচনা হয় স্বামীজীর আমেরিকায় শিকাগো বক্তব্যের মাধ্যমে। কারণ বিশ্বের নাগরিকরা সেদিন জানতে পেরেছে ভারতের দুঃখ দুর্দশার কথা। স্বামীজি আমেরিকা যাওয়ার আগে পদব্রজে ভারত ভ্রমণ করেছিলেন। ফলে সেই ভ্রমণ থেকে ভারতবর্ষের মানুষের বাস্তব চিত্র নিজের চোখে উপলব্ধি করতে পেরেছিলেন। ভার্চুয়াল সম্মেলনে মা দুর্গাকে একটি সংগঠনের সঙ্গে তুলনা করে পদ্মশ্রী নিবেদিতা ভিড়ে বলেন, অসুরকে দেবতারা দমন করতে পারছিলেন না। তখন দেবী দুর্গার শরনাপন্ন হয়েছিলেন দেবতাগণ। সকল দেবতারা সংগঠিত হয়ে দেবীমাকে নানা অস্ত্র সস্ত্র দিয়ে যুদ্ধে পাঠান। আর এর ফলেই অসুররা দেবী দুর্গার কাছে পরাজিত হয়েছিলেন। ঠিক এই ভাবে আমরা সকলে মিলে এক জোট হয়ে সমাজ ও দেশকে রক্ষা করতে হলে সংগঠিত হতে হবে। সামনেই দুর্গা পূজা। তাই ভারতবর্ষকে বিশ্ব গুরুর আসনে বসাতে এখনই সংকল্প নিতে হবে।
পদ্মশ্রী নিবেদিতা ভিড়ে ভার্চুয়াল সম্মেলনে আরও বলেন, পৃথিবীর মধ্যে ধর্মনিরপেক্ষ দেশ বলতে একমাত্র ভারতবর্ষকেই বুঝায়। কিন্তু এই ভারতবর্ষে হিন্দুদের মন্দিরের প্রনামির অর্থ সরকারি কোষাগার নিয়ে যাওয়া হয়। আর মন্দিরের প্রণামির অর্থ অন্য ধর্মের ধর্মীয় কাজে ব্যবহার করা হয়।এমনকি হজে ভূর্তকিও দেওয়া হয়। অথচ মন্দিরের সংস্কারের বা উন্নয়নের নামে সামান্য অর্থ ব্যয় করা হয়। এই ভাবেই ভারতবর্ষে সেকুলারিজম চলছে বলে মত প্রকাশ করেন পদ্মশ্রী নিবেদিতা ভিড়ে। এদিনের রাজ্যিক ভার্চুয়াল সম্মেলনে বরাক উপত্যকার শিলচর, বড়জালেঙ্গা, রামনগর, কাটিগড়া, বদরপুর, করিমগঞ্জ সহ রাজ্যের প্রতিটি জেলার প্রতিনিধিরা অংশ নেন। শিকাগো শহরে স্বামীজির বক্তব্যের একটি অংশ নিয়ে এদিনের ভার্চুয়াল সম্মেলনে আলোচনা করেন আসাম বিশ্ব বিদ্যালযের সহ নিবন্ধক তথা বিবেকানন্দ কেন্দ্র কন্যা কুমারীর বরাক বিভাগ প্রমুখ নিহারেন্দু ধর।
সনাতন ধর্ম যতদিন বেঁচে থাকবে ভারতবর্ষের অস্তিত্বও ততদিন টিকে থাকবে :: পদ্মশ্রী নিবেদিতা ভিড়ে
Posted On: Sunday, September 27, 2020 8:16 PM