satnewsnetwork

আন্দোলনের পথে বদরপুর পৌরসভার সাফাই কর্মীরা

খবর

সঞ্জয় দাস: বদরপুর: ১০ সেপ্টেম্বর: দেশের অন‍্যান‍্য জায়গায় সাফাই কর্মীদের মাসিক বেতন ১৪ হাজার থেকে ২৫  হাজার টাকা পর্যন্ত। কিন্তু বদরপুর পৌরসভায় সাফাই কর্মীদের বেতন  দেওয়া হয় সাত হাজার টাকা,তাতেও অনিয়ম। বিভিন্ন সমস্যায় জর্জরিত সাফাই কর্মীরা বাধ্য হলেন আন্দোলনে নামতে।
            দীর্ঘদিন ধরে বকেয়া থেকে বঞ্চিত বদরপুর পৌরসভার সাফাই কর্মীরা নামছেন আন্দোলনে।বিগত ১৪ মাস থেকে তারা বর্তমান অতিমারির সময়ও নিজের দায়িত্ব পালন করে আসছেন।যদিও মাসান্তে তাঁরা বকেয়া পাওনা থেকে বঞ্চিত হওয়ায় অসহায় হয়ে পড়েছেন পরিবার পরিজনদের নিয়ে। এনিয়ে তাদের অভিযোগ বিগত ১৯৯৬ সাল থেকে অস্থায়ীভাবে বদরপুর পৌরসভার সাফাই কর্মী হিসেবে নিয়োজিত করা হয়েছিলো ৪০ জনকে। বর্তমানে সেই ৪০জনের পরিবর্তে শহরের সাফাই কার্য মাত্র দশ জনকে দিয়ে করানো হলেও উপযুক্ত বকেয়া পাওনা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে বলে তাদের অভিযোগ।নানা ধরনের প্রতিকুলতার মাঝেও মাথার ঘাম পায়ে ফেলে একা চার জনের কাজ করেও মাসোহারা মাত্র ৭০০০ টাকা ধার্য তাও আবার ১৪ মাস থেকে বন্ধ, যার ফলে পৌরসভা কর্মীদের দিনযাপন বিপন্ন হয়ে পড়েছে। ফলে বর্তমান সংকট কালে তাদের পরিবার পরিজনদের নিয়ে অনাহারে অর্ধাহারে দিন যাপন করতে হচ্ছে। বদরপুরের অসহায় কর্মীরা  বর্তমান রাজ্য সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিকট তাদের বিপন্নতার সময়ে পাশে দাড়ানোর অনুরোধ জানানোর পাশাপাশি আগামী এগারো সেপ্টেম্বর থেকে তেরো সেপ্টেম্বর পর্যন্ত তাদের পাওনা আদায়ের দাবিতে যথাক্রমে বদরপুর সার্কেল অফিস, পৌরসভা অফিস ও বদরপুর হনুমান মন্দিরের সামনে ধর্নায় বসবেন বলে সাংবাদিকদের জানান।

Posted On: Thursday, September 10, 2020 11:25 AM
blog comments powered by Disqus