satnewsnetwork

জল নিয়ে রক্তাক্ত ঘটনা ত্রিপুরার সাব্রুমে

খবর

নিউজ ডেস্ক: স্যাট নিউজ: ৪ সেপ্টেম্বর: জল নিয়ে দুই ভাইয়ের লড়াইয়ে উত্তপ্ত ত্রিপুরার সাব্রুম এলাকা। প্রথমে বাক যুদ্ধ এবং পরবর্তীতে ছোট ভাইয়ের দায়ের কোপে গুরুতর আহত হয়ে বড় ভাই হাসপাতালে চিকিৎসাধীন ।ঘটনা কে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সাব্রুম থানার অধীনস্থ বিজয়নগর পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ড এলাকায় । জানা গেছে, শুক্রবার সকাল ১১ টা নাগাদ বিজয়নগর পঞ্চায়েতের ৪  নং ওয়ার্ডের বাসিন্দা বড় ভাই বিক্রম মজুমদার ও ছোট ভাই কৌশিক মজুমদারের মধ্যে জল নিয়ে কথা কাটাকাটি হয় পরবর্তীতে হটাৎ রুদ্রমূর্তি ধারন করে ছোটভাই কৌশিক। এক সময় ছোটভাই কৌশিক মজুমদার দা দিয়ে বড় ভাই বিক্রম মজুমদারকে আঘাত করে।এতে মাটিতে লুটিয়ে পড়ে বড়ভাই। ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। এই ঘটনা নিয়ে সাব্রুম থানায় একটি মামলা দায়ের করে বড় ভাই বিক্রম মজুমদারের পরিবার।

Posted On: Friday, September 4, 2020 10:22 PM
blog comments powered by Disqus