রাম চক্রবর্তী: ৩সেপ্টেম্বর : ভালোবাসার প্রলোভন দিয়ে নাবালিকা মেয়েকে নিয়ে পালিয়ে গিয়ে বিপাকে এক প্রেমিক। ঘটনা ত্রিপুরা রাজ্যের গোমতী জেলার কাকড়াবন থানার অন্তর্গত পালাটানা এলাকার। গত ২৯ তারিখ রাতে এক নাবালিকা মেয়েকে নিয়ে পালিয়ে যায় এক যুবক । দীপঙ্কর নমঃ নামের যুবকের বাড়ি মেলাঘর এলাকায় বলে জানা গেছে । ঘটনার পর দীপঙ্করের নামে কাকড়াবন থানাতে মামলা করেন মেয়ের পিতা । কাকড়াবন থানার পুলিশ অফিসার খোকন সাহা মামলাটির তদন্ত শুরু করছেন না বলে পরবর্তী সময় মেয়ের বাবা গোমতী জেলার ক্রাইম এন্ড কর্পোরেশন কন্ট্রোল এওয়ারনেস সোসাইটির সভাপতি অমিত পোদ্দারের কাছে লিখিতভাবে ঘটনাটি জানান। সরজমিনে তদন্ত করতে দলবল মেলাঘরে থাকা প্রেমিকের বাড়িতে পৌঁছালে ছেলে পলাতক বলে জানা যায়। ২৯ আগস্ট মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত কেউ তাকে দেখতে পাননি । এই বিষয় নিয়ে অমিত পোদ্দার কাকড়াবন থানার দায়িত্বে থাকা পুলিশ কর্তার সাথে কথা বলেন এবং ঘটনাটি সরজমিনে আশু তদন্ত করার জন্য অনুরোধ জানান।
গোমতী জেলায় নাবালিকা মেয়েকে নিয়ে পলাতক প্রেমিক, মামলা থানায়
Posted On: Friday, September 4, 2020 9:29 AM