নিউজ ডেস্ক: স্যাট নিউজ: ৭সেপ্টেম্বর: বরাক তথা হাইলাকান্দির জেলার প্রথিতযশা আইনজীবী, প্রবীণ সাংবাদিক, রাজনীতিজ্ঞ উজ্জ্বল কুমার দাসের প্রয়াণে শোকার্ত রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। দলের শীর্ষ নেতা উজ্জ্বল কুমার দাসের মৃত্যুতে সোমবার তাঁর ভাইয়ের কাছে এক শোকবার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। মুখ্যমন্ত্রীর শোকবার্তাটি সোমবার প্রয়াত উজ্জ্বল দাসের লক্ষীসহরের বাড়িতে গিয়ে তাঁর ভাই শম্ভু দাসের হাতে তোলে দিয়েছেন মুখ্যমন্ত্রীর বরাক উপত্যকার ওএসডি শেখর দে। সঙ্গে ছিলেন হাইলাকান্দি জেলা বিজেপি-র প্রাক্তন উপ-সভাপতি জওহর নাথ ও সাংসদ প্রতিনিধি কল্যাণ গোস্বামী।
মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল তাঁর শোকবার্তায় উল্লেখ করেছেন, উজ্জ্বল কুমার দাস ছিলেন একজন বহু প্রতিভার ব্যক্তিত্ব। ছিলেন একজন স্পষ্টবাদী ব্যক্তি ও প্রকৃত সমাজসেবী। একজন প্রতিষ্ঠিত আইনজীবী হিসেবে তাঁর সুখ্যাতি ছিল সর্বজন বিদিত। বরিষ্ঠ আইনজীবী ছাড়াও সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, প্রথিতযশা সাংবাদিক, ক্রীড়াজগত প্রভৃতির ক্ষেত্রেও উজ্জ্বল দাস যেমন ছিলেন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি তেমনি সর্বত্র তাঁর ছিল অবাধ বিচরণ ক্ষেত্র। রাজনীতির ময়দানে তাঁর ছিল যথেষ্ট অবদান। হাইলাকান্দি জেলা বিজেপি-র সভাপতি থাকাকালে দলকে এক সঠিক দিশায় নিয়ে যেতে উজ্জ্বল দাসের ভূমিকা ছিল অপরিসীম। তাঁর মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হওয়ার পাশাপাশি সমাজ এক বহুমুখী প্রতিভার ব্যক্তি হারিয়েছে বলে শোকবার্তায় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল উল্লেখ করেছেন।