জগবন্ধু রায়: স্যাট নিউজ: ২২ সেপ্টেম্বর: একুশের বিধানসভা নির্বাচনে 'মিশন ১০০' এই লক্ষ্যকে সামনে রেখে বিজেপি ধীরে ধীরে রণকৌশল তৈরি করতে শুরু করে দিয়েছে। দলের যুব ব্রিগেডকে নবরূপে সাজিয়ে তোলা হচ্ছে। দলের করিমগঞ্জ জেলার যুব মোর্চার পূর্ণাঙ্গ কমিটি সহ জেলার প্রতিটি মণ্ডলের যুব মোর্চার সভাপতিদের নাম ঘোষণা করার জন্য মঙ্গলবার জেলা বিজেপি সদর কার্যালয়ে এক বিশেষ সভার আয়োজন করা হয়। সভায় পৌরোহিত্য করেন করিমগঞ্জ জেলা যুব মোর্চার সভাপতি অমিত পাল। বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, উত্তর করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক তথা এআইডিসির চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, করিমগঞ্জ জেলা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান দেবব্রত সাহা, জেলা বিজেপির সাধারণ সম্পাদক নির্মল বণিক ও দিলীপ কুমার দাস, কার্যালয় সম্পাদক কিশোর দে, করিমগঞ্জ জেলা যুব মোর্চার সহ প্রভারী অমরজ্যোতি দেব সহ দলীয় বিশিষ্ট নেতৃবর্গ। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সভার সূচনা হয়। এবং সদ্য প্রয়াত জেলার প্রাক্তন দলীয় সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী রথীন্দ্র ভট্টাচার্যের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।সভায় জেলা যুব মোর্চা সভাপতি অমিত পাল জেলা যুব মোর্চার পূর্ণাঙ্গ কমিটির সকল পদাধিকারীদের নাম ঘোষণা করে তাঁদের হাতে নিয়োগ পত্র তুলে দেন । প্রাসঙ্গিক বক্তব্যে অমিত পাল নব নির্মিত জেলা যুব মোর্চা কমিটির পদাধিকারী দের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, ২১ এর বিধানসভা নির্বাচনে 'মিশন ১০০' কে সফল করে তুলতে যুব ব্রিগেডকে অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। যুব মোর্চা সর্ব শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়লে করিমগঞ্জ জেলায় পাঁচটি বিধানসভা সমষ্টিতে বিজেপি প্রার্থীর বিজয় রথ কেহ আটকাতে পারবেনা। সময় নষ্ট না করে এই মুহুর্ত থেকে যুব মোর্চার কর্মীদের দলীয় প্রচারে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান জেলা যুব মোর্চার সভাপতি অমিত পাল।
এদিনের সভায় সকল বক্তাই তাঁদের প্রাসঙ্গিক বক্তব্যে যুব মোর্চার আদর্শ এবং কার্যক্রম নিয়ে গভীর ভাবে আলোকপাত করেন। যুব মোর্চার প্রত্যেক কর্মীদের দায়িত্ব নিয়ে কাজ করে যাওয়ার পরামর্শ প্রদান করেন। বক্তারা আরও বলেন যে, দলীয় প্রার্থীদের নির্বাচনে জয়লাভে যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারন দেশ গঠনে যুব সমাজের ভূমিকা অপরিসীম। তৎসঙ্গে প্রত্যেক বক্তা আশা প্রকাশ করে বলেন, জেলা যুব মোর্চা সভাপতি অমিত পালের নেতৃত্বে আজ যে শক্তিশালী জেলা কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি ২১ এর বিধানসভা নির্বাচনে জেলার পাঁচ আসনে দলীয় প্রার্থীদের জয়ী করতে মুখ্য ভূমিকা পালন করতে সক্ষম হবে।