satnewsnetwork

৮ সেপ্টেম্বর বারো ঘন্টার ত্রিপুরা বন্ধের ডাক কংগ্রেসের

খবর

রাম চক্রবর্ত্তী:  ৪ সেপ্টেম্বর: ৮ সেপ্টেম্বর রাজ্যব্যাপী ১২ ঘণ্টা বন্ধ আহ্বান করেছে ত্রিপুরা কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠন। সংবাদ মাধ্যমকে এ কথা জানিয়েছেন কংগ্রেস নেতা বিরজিৎ সিনহা।শুক্রবার উদয়পুর জেলা কংগ্রেস ভবনে জেলা স্তরের বিভিন্ন শাখা সংগঠনের এক সভা আয়োজিত হয়। সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে কংগ্রেস নেতারা বিস্তারিত তুলে ধরেন। বিরজিৎ সিনহা বলেন, রাজ্যে প্রতিনিয়ত  ধর্ষণ, খুন, সন্ত্রাস অব্যাহত রয়েছে এবং বিরোধী কর্মীদের উপর আক্রমণ হামলা সংঘটিত হচ্ছে। তাছাড়া বর্তমান পরিস্থিতিতে করুণা সংক্রমণের সময়  রাজ্য সরকার যেসকল গাইড লাইন তৈরি করে দিয়েছে সে গাইডলাইন মোতাবেক কোন জেলা শাসক বা মহকুমা শাসক সাধারণ জনগণকে এই পরিস্থিতি সময়কালে কাউকে কাউকে সাহায্য করতে পারছে না। টাকা অফুরন্ত রয়েছে কিন্তু সেই টাকা জনগনের সেবায় লাগছে না। তাই দক্ষিণ ও গোমতি জেলা সচেতন জনগণ কে আহ্বান করেন আগামী ৮ সেপ্টেম্বর ১২ ঘণ্টা বন্ধ  পালন করার জন্য প্রাক্তন মন্ত্রী তথা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের নেতা বিরজিৎ  সিনহা।

Posted On: Friday, September 4, 2020 9:16 PM
blog comments powered by Disqus