satnewsnetwork

২৮ সেপ্টেম্বর থেকে করিমগঞ্জে ব্যাপকভাবে কোভিড টেস্ট করা হবে

খবর

নিউজ ডেস্ক: স্যাট নিউজ২৩ সেপ্টেম্বর:  করিমগঞ্জ জেলায় কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণে আসলেও জেলাজুড়ে আগামী ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর ব্যাপকভাবে কোভিড টেস্ট করা হবে সাধারণ মানুষের । অধিক সংখ্যক টেস্টের মাধ্যমে যাতে এই সংক্রমণ প্রতিরোধ করা যায় সে জন্যই এ ব্যবস্থা নিয়েছে করিমগঞ্জের স্বাস্থ্য বিভাগ। এছাড়া কোভিড টেস্টের প্রয়োজনীয়তা সম্পর্কে স্বাস্থ্যকর্মীরা জেলার বাড়ি বাড়ি গিয়ে বৃহস্পতিবার শুক্রবার ও শনিবার ভিজিট করবেন। এদিকে মানুুুষের মনে কোভিড টেস্ট সম্পর্কে ভয় ভীতি দূর করতে বুধবার জেলার পাঁচটি ব্লক স্বাস্থ্য হাসপাতাল এলাকায় সকল বিধি মেনে শোভাযাত্রা বের করা হয়। সরকারি গাইডলাইন মেনে আশা কর্মী ও স্বাস্থ্যকর্মীরা এই শোভাযাত্রায় শামিল হন। বুধবার জেলার ডিসি অফিস থেকে এ ধরনের এক শোভাযাত্রা বের করা হয়। স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা শাসক রুথ লিয়েনথান যাত্রার সূচনা করেন। কোভিড বিধি মেনে এই শোভাযাত্রা করিমগঞ্জ শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। বুধবার গিরিশগঞ্জ, রামকৃষ্ণনগর, পাথারকান্দি, বদরপুর ও নিলামবাজারেও অনুরূপভাবে শোভাযাত্রা বের করা হয়। উল্লেখ্য, স্বাস্থ্য বিভাগের এই কার্যসূচির অনুসারে সচেতনতা অভিযানে কোভিড টেস্ট সম্পর্কে মানুষকে অনুপ্রাণিত করা হবে। হোম আইসোলেশন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাস্কের ব্যবহার, সামাজিক দূরত্ব বজায়, পরিষ্কার পরিছন্নতা সহ কোভিডের অন্যান্য আচরণবিধি ও মানুষের কাছে তুলে ধরা হবে।

Posted On: Wednesday, September 23, 2020 3:37 PM
blog comments powered by Disqus