satnewsnetwork

বিধানসভা নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জ আসনে মৎসজীবি সম্প্রদায়ের লোককে বিজেপির টিকিট প্রদানের দাবি

খবর

জগবন্ধু রায়: করিমগঞ্জ: ১৩ সেপ্টেম্বর:  আগামী কয়েক মাসের মধ্যেই বিধানসভা নির্বাচন। এমনটা ধরে নিয়েই শাসক দল সহ বিরোধী দল গুলোও প্রাথমিক কসরত শুরু করে দিয়েছে। তৎসঙ্গে প্রতিটি রাজনৈতিক দলের টিকিট প্রত্যাশীরাও ইতিমধ্যে মাঠে নেমে পড়েছেন। যেহেতু রাজ্যে ক্ষমতায় রয়েছে গেরুয়া দল। সেহেতু শাসক দলের কর্মী সমর্থকদের মধ্যে তৎপরতা একটু বেশিই পরিলক্ষিত হচ্ছে। করিমগঞ্জ জেলার পাঁচ আসনের মধ্যে বহু আলোচিত দক্ষিণ করিমগঞ্জ আসনে এবার মৎস্যজীবী সম্প্রদায় থেকে শাসক দলের প্রার্থীত্বের দাবি প্রবল হচ্ছে। বরাকভ্যালী মুসলিম ফিশারম্যান ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নেজাম উদ্দিনকে বিজেপি দলের প্রার্থী করতে সমষ্টির মৎস্যজীবী সম্প্রদায় থেকে জোরদার দাবি উঠছে। এনিয়ে রবিবার নিলামবাজারে সমষ্টি ভিত্তিক মৎস্যজীবী সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যাক্তিরা এক সভায় মিলিত হন।  সভায় সর্বসম্মতিক্রমে নেজাম উদ্দিনকে প্রার্থী করার সিদ্ধান্ত গৃহীত হয়। এদিনের সভায় প্রত্যেক বক্তা বলেন, নেজাম উদ্দিন দীর্ঘদিন থেকে একনিষ্ট ভাবে বিজেপি দলের হয়ে কাজ করে যাচ্ছেন। দলের সুখ দুঃখের সাথী ছিলেন তিনি । দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে মৎস্যজীবী সম্প্রদায়ের প্রায় কুড়ি হাজার ভোট রয়েছে। প্রতিবছর এই সম্প্রদায়ের প্রায় আশি শতাংশ ভোটদান হয়ে থাকে। নেজাম উদ্দিনকে বিজেপি দলের টিকিট প্রদান করলে আশি শতাংশই বিজেপির পক্ষে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে বলে সভায় বক্তারা অভিমত ব্যাক্ত করেন। সভায় আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে দক্ষিণ করিমগঞ্জে মৎস্যজীবি সম্প্রদায় থেকে প্রার্থীত্বের দাবি নিয়ে দীর্ঘ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এদিনের সভায় প্রাসঙ্গিক বিষয়ে বক্তব্য রাখেন নাসির উদ্দিন এজাজ, রেহান উদ্দিন, হেলাল উদ্দিন, নামর আলী, গিয়াস উদ্দিন,  নজরুল ইসলাম, মওলানা আব্দুর রৌফ, হোসেন আহমদ, ইরফান আলী, সমছুল হক, ফয়জুর রহমান, মখলিছুর রহমান, ইদ্রীস আলী প্রমুখ । প্রত্যেক বক্তার বক্তব্যে একটা কথাই উঠে আসে যে, নেজাম উদ্দিন দীর্ঘদিন থেকে বিজেপির একনিষ্ট কর্মী হিসাবে দলের হয়ে নিরবে কাজ করে যাচ্ছেন। এক‌ই সঙ্গে মৎস্যজীবী সম্প্রদায়ের লোক‌ও দীর্ঘ বছর ধরে বিজেপিকে সমর্থন করে যাচ্ছে। তাই এই সম্প্রদায়ের একজনকে দলীয় টিকিট প্রদানের দাবি জানানো হয়।
     অন্যদিকে নেজাম উদ্দিন এক প্রতিক্রিয়ায় বলেন, ২১ এর বিধানসভা নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জ থেকে মৎস্যজীবি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করার এক সুবর্ণ সুযোগ রয়েছে। বিজেপির চিরাচরিত হিন্দু ভোটের সঙ্গে মৎস্যজীবী সম্প্রদায়ের ভোট সম্মিলিত হলে দক্ষিণ করিমগঞ্জে বিজেপির জয় নিশ্চিত বলে দাবি করেন নেজাম উদ্দিন।  দলীয় টিকিট পেলে নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করবেন। ন‌ইলে দল দক্ষিনে যাকেই প্রার্থী করবে তাঁর হয়ে নিরলস কাজ করে যাবেন বলে জানান  নেজাম উদ্দিন।

Posted On: Sunday, September 13, 2020 9:30 PM
blog comments powered by Disqus