satnewsnetwork

করিমগঞ্জ জেলার রাতাবাড়ির ড্রাগস মাফিয়া ময়না মিয়া রামকৃষ্ণনগর পুলিশের জালে

খবর

অভিজিৎ বণিক: রামকৃষ্ণনগর১১ সেপ্টেম্বর: রাতাবাড়ি সমষ্টিতে ড্রাগসের রমরমা ব‍্যাবসা চালানো এক সময়ের ত্রাস সৃষ্টিকারী কুখ্যাত ডাকাত ময়না মিয়ার বিরুদ্ধে অভিযোগের উপর ভিত্তি করে রামকৃষ্ণনগর পুলিশ আটক করেছে তাকে। পুলিশ বৃহস্পতিবার চামেলা বাজার স্থিত ইছাখাউড়ি গ্রামের ময়না মিয়া (৫৪) কে তার নিজের ঘর থেকে আটক করতে সক্ষম হয়।রামকৃষ্ণনগর সহ গোটা অঞ্চলে ড্রাগসের অরাজকতায় যুবসমাজ অন্ধকারের দিকে ঢলে পরেছে। এধরণের অসামাজিক কাজের উপর সভ‍্য সমাজ বারবার প্রতিবাদ জানালেও প্রশাসন  কর্ণপাত করে নি। ফলে পুলিশ  ড্রাগসের রমরমা ব‍্যবসা কে এখনো আটকাতে সক্ষম হয়নি। এই ড্রাগসের অবাধ ব‍্যবসায় গোটা অঞ্চলের যুবসমাজ ধীরে ধীরে মৃত্যুমুখে ঢলে পরছে। গোটা এলাকার সচেতন মহলের মতে কুড়ি বছরের বাপ্পন পাল হত্যাকাণ্ডে ড্রাগসের যে ভূমিকা সেটা ছিলো সভ‍্য সমাজের দৃষ্টান্ত মুলক উদাহরণ। কুড়ি বছরের বাপ্পন পাল হত্যাকাণ্ডের পর এখন পযর্ন্ত পাচঁজন অভিযুক্তদের কে রামকৃষ্ণনগর পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। রামকৃষ্ণনগর থানার অফিসার ইনচার্জ ভিএল মালসায়েম থিয়েক জানান, গোপন সুত্রে খবর পেয়ে দলবল নিয়ে চামেলা বাজারের ইছাখাউড়ি গ্রামের ময়না মিয়ার নিজের ঘর থেকে তাকে আটক করে রামকৃষ্ণনগর থানায় নিয়ে আসেন। তিনি আরো জানান, তিনি রামকৃষ্ণনগর থানায় আসার পর থেকেই দীর্ঘদিনের চালিয়ে যাওয়া ড্রাগস সহ আরো বিভিন্ন অসামাজিক কাজে জড়িত ময়না মিয়ার উপর দৃষ্টি রেখে আসছিলেন।ময়না মিয়া কে জিজ্ঞাসাবাদ চালালে আরো কিছু রহস্যের উন্মোচন হবে বলে আশা প্রকাশ করছেন। তবে রামকৃষ্ণনগর থানার অফিসার ইনচার্জ ভিএল মালসায়েম থিয়েক রামকৃষ্ণনগর থানা এলাকার সকল সাধারণ মানুষ দের কাছে অনুরোধ জানান যে এইসব অসামাজিক কাজ কে রুখে রাখতে প্রশাসন কে সাহায্য করতে কখনো পিছপা না হতে, আর রামকৃষ্ণনগর পুলিশ সর্বদা সাধারণ মানুষের পাশে থাকবে।

Posted On: Friday, September 11, 2020 11:14 AM
blog comments powered by Disqus