satnewsnetwork

৩০ নভেম্বরের মধ্যে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ পর্যন্ত প্রত্যেক ছাত্র ছাত্রীকে ব্যাঙ্ক একাউন্ট খোলার নির্দেশ

খবর

নিউজ ডেস্ক: স্যাট নিউজ: ২৪ সেপ্টেম্বর:  এবার থেকে স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীদের ব্যাঙ্ক একাউন্ট খোলা বাধ্যতামূলক । আগামী ৩০ শে নভেম্বর মধ্যে স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীদের ব্যাঙ্ক একাউন্ট খোলার নির্দেশ জারি করা হয়েছে শিক্ষা বিভাগের পক্ষ থেকে । আসামের প্রত্যেক ক্যাটাগরির স্কুল সরকারি,  প্রাদেশীকৃত,  মডেল স্কুল, কস্তুবা গান্ধী বালিকা বিদ্যালয়,  চা বাগান পরিচালিত স্কুল, ভেঞ্চার স্কুল, সেন্ট্রাল স্কুল প্রভৃতি পাটরত ছাত্র ছাত্রীদের ব্যাঙ্কে একাউন্ট খোলতে হবে ।দশ বছরের নিচের বয়সের ছাত্র ছাত্রীরা তথা অপ্রাপ্ত বয়স্করদের ক্ষেত্রে অভিভাবক এবং পড়ুয়ার যৌথ পরিচালনায় একাউন্ট খোলার কথা বলা হয়েছে । নির্দেশে বলা হয়েছে যে, প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী অবধি সর্বস্তরের পড়ুয়াদের ব্যাঙ্ক একাউন্ট খুলার জন্য কার্যকরী পদক্ষেপ নিয়েছে আসাম সরকার । ইতিমধ্যে এব্যাপারে বিভিন্ন ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফা বৈঠক সম্পন্ন করেছে আসাম সরকারের শিক্ষা বিভাগ । করিমগঞ্জ জেলায় জেলাশাষক কনফারেন্স হলে জেলা শিক্ষা আধিকারিক, বিএমসি সহ প্রত্যেক ব্যাঙ্ক কর্তৃপক্ষকে নিয়ে বৈঠকে বসেন অতিরিক্ত জিলাশাষক তথা ডিস্ট্রিক্ট মিশন কর্ডিনটর নিসর্গ হিভারে । যেকোন পরিস্থিতিতে আগামী ৩০ নভেম্বরের মধ্যে রাজ্যের প্রত্যেক ছাত্র ছাত্রীদেরকে ব্যাঙ্ক একাউন্ট খোলার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে নির্দেশিকায় বলা হয়েছে । এ ব্যাপারে আসাম সমগ্র শিক্ষা অভিযানের মিশন ডিরেক্টর বি কল্যাণ চক্রবর্তী রাজ্যের প্রত্যেক জেলাশাসক, সংশ্লিষ্ট জিলা শিক্ষা আধিকারিক, স্কুল সমূহের পরিদর্শক তথা স্কুল কর্তৃপক্ষের কাছে ১৪ সেপ্টেম্বর জরুরি নির্দেশ পাঠিয়েছেন । ব্যাঙ্ক একাউন্ট খোলার পাশাপাশি প্রত্যেক ছাত্র ছাত্রীদের একাউন্ট নম্বর এসডিএমআইএস পদ্ধতিতে সংযোগ করা হবে । কোন ছাত্র ছাত্রীদের পোস্ট অফিসে একাউন্ট থাকলে পুনরায় ব্যাঙ্কে একাউন্ট খুলতে হবে । কাজের অগ্রগতির জেলাভিত্তিক সাপ্তাহিক পর্যালোচনা করে পনেরোদিন পর পর অগ্রগতির খতিয়ান স্টেট মিশন কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে জিলা কর্তৃপক্ষের । কেননা, এখন থেকে ছাত্র ছাত্রীদের যাবতীয় বৃত্তি মূলক অনুদান আর্থিক অনুদানের টাকা সরাসরি সংশ্লিষ্ট ছাত্র ছাত্রীদের ব্যাঙ্ক একাউন্টে প্রদান করার জন্য এই পদক্ষেপ গ্রহণ করছে সরকার । নির্ধারিত সময়ের মধ্যে রাজ্যের রাজ্যের প্রত্যেক পড়ুয়ার ব্যাঙ্ক একাউন্ট খুলার কার্যসূচি সুষ্ঠ ভাবে সম্পন্ন করার জন্য ডঃ সুমি বড়ঠাকুরকে কো-অর্ডিনেটর করে আট সদস্য বিশিষ্ট স্টেট লেভেল মনিটরিং কমিটি গঠন করা হয়েছে ।
 

Posted On: Thursday, September 24, 2020 11:00 AM
blog comments powered by Disqus