সৈয়দ মুজিব আহমেদ: স্যাট নিউজ: ২৩সেপ্টেম্বর: করিমগঞ্জের একটি গুরুত্বপূর্ণ সরকারি বিদ্যালয়ে জাতীয় পতাকার চরম অবমাননা করা হল । স্কুলের আবর্জনা জাতীয় পতাকায় মুরে বাইরে ফেলার কাজ চলছিল। জাতীয় পতাকার এমন অপমানজনক কাজ সংঘটিত হয়েছে করিমগঞ্জ জেলার কুশিয়ারকুল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে । দীর্ঘ ছয় মাস থেকে স্কুলটি মহামারী করোনার জন্য বন্ধ ছিল। সরকারি নির্দেশে সেখানে খোলা হয়েছিল কোয়ারেন্টাইন সেন্টার। জুন মাস থেকে সেপ্টেম্বর মাসের ১৮ তারিখ পর্যন্ত বিদ্যালয়টিতে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছিল বর্হিরাজ্য থেকে আসা মানুষকে । এদিকে রাজ্যের শিক্ষা মন্ত্রীর নির্দেশে ২১ তারিখ থেকে সমগ্র রাজ্যে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠদান আরম্ভ করতে বলা হয়। সেই হিসেবে কুশিয়ারকুল স্কুলে প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত হলে চক্ষু কপালে উঠে। বিদ্যালয় চত্বর সহ শ্রেণিকক্ষ অফিস রুম সর্বত্র পরিলক্ষিত হয় আবর্জনাময় পরিবেশের। এই পরিবেশ থেকে ত্রাণ পেতে প্রধান শিক্ষক ভূপেন্দ্র দাস কিছু লোককে কাজে লাগান আবর্জনা পরিষ্কারের জন্য। এতো দূর পর্যন্ত সবকিছু ঠিক থাকলেও এরপরই ঘটে বিপত্তি। পরিষ্কারের কাজে নিয়োজিত লোকরা প্রধান শিক্ষকের কার্যালয় থেকে জাতীয় পতাকাটি বের করে এনে এরমধ্যে যাবতীয় আবর্জনা ভরে বাইরে ফেলতে আরম্ভ করেন।
বিদ্যালয়ে পাঠদান আরম্ভ হয়েছে কিনা এর খবর নিতে যাওয়া সাংবাদিকরা এ দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়েন। তারা প্রধান শিক্ষককে এ নিয়ে প্রশ্ন করলে তিনি কোনও উত্তর না দিয়ে শ্রমিকদের ধমক দিয়ে কাজটি বন্ধ করান। ধমক খেয়ে শ্রমিকরা পতাকা থেকে আবর্জনা বারান্দায় ফেলে পতাকাটি কার্যালয়ে নিয়ে রাখেন ।