জগবন্ধু রায়: করিমগঞ্জ: ১০সেপ্টেম্বর: বাংলাদেশে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া পাঁচটি মহিষ উদ্ধার করলো সীমান্ত রক্ষী বাহিনী। বুধবার গভীর রাতে সীমান্তবর্তী ফুলকান্দি এলাকায় রুটিন টহলদারির সময় এই সাফল্য পায় বিএসএফের ১৩৪ নং ব্যাটেলিয়ানের জওয়ানরা। উদ্ধার হওয়া পাঁচটি মহিষের ভারতীয় বাজার মূল্য ২ লক্ষ ৮০ হাজার টাকা হবে বলে বিএসএফ সূত্রে জানা গেছে । ওপারে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া মহিষ গুলো উদ্ধার করলেও, প্রতিবারের মতো পাচারকারীরা টহলরত বিএসএফ জওয়ানদের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। উদ্ধার করা মহিষ গুলো পাথারকান্দি থানায় সমঝে দেওয়া হয়েছে বলে বিএসএফ সূত্রে জানা গেছে। বিগত ৫/৬ মাস থেকে প্রান্তিক জেলা করিমগঞ্জের সীমান্ত অঞ্চলে গরু, মহিষ, বিড়ি সহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্যের পাচারকারীদের দৌরাত্ম্য মাথাচাড়া দিয়ে উঠেছে। এতে সীমান্ত এলাকায় বসবাসকারী ভারতীয় নাগরিকদের রাতের ঘুম উবে গেছে। প্রতি রাতেই সীমান্তবর্তী গ্রামাঞ্চলে বসবাসকারী গৃহস্থদের গরু, মহিষ চুরের দল হাতিয়ে নিয়ে পাচারকারীদের হাতে তুলে দিচ্ছে কিছু দুষ্কৃতীরা। আর পাচারকারীরা সীমান্ত রক্ষী বাহিনীর চোখে ধুলো দিয়ে অনায়াসে এপার থেকে ওপারে গরু, মহিষ পাচার কার্য বহাল তবিয়তে চালিয়ে যাচ্ছে। পাচারকার্য রুখতে সীমান্ত রক্ষী বাহিনীর টহলদারি আরও কঠোর করার দাবি জানান সীমান্ত এলাকায় বসবাসকারী ভুক্তভোগী ভারতীয় নাগরিকগণ।
বাংলাদেশে পাচারের পথে পাঁচটি মহিষ আটক ফুলকান্দি সীমান্তে
Posted On: Thursday, September 10, 2020 7:38 PM