satnewsnetwork

গুয়াহাটি উদ্দেশ্য যাত্রা করা বরাক উপত্যকার যাত্রীদের রাতাচড়া এলাকায় মেঘালয় পুলিশের হাতে হয়রানি হতে হচ্ছে

খবর

সুদীপ দাস: করিমগঞ্জ: ১৩ সেপ্টেম্বর:  কেন্দ্র সরকারের আনলক-৪ নির্দেশনায় যখন কোন ধরনের আন্তরাজ্য যাতায়াতে বাধা নিষেধ নেই তখন মেঘালয় পুলিশের হাতে হয়রানি হতে হচ্ছে বরাকের মানুষকে । চিকিৎসাজনিত কারন বা জরুরি কাজে গুয়াহাটির উদ্দেশ্য যাত্রা শুরু করলে রাতাচড়া এলাকায় মেঘালয় পুলিশের হাতে বিভিন্ন ভাবে হয়রানি হচ্ছেন বরাক উপত্যকার যাত্রীরা । কারনে অকারণে ঘন্টার পর ঘন্টা যাত্রীদের গাড়ি আটকে রাখার কারনে সমস্যায় পড়েছেন অসুস্থ রোগী সহ যাত্রীরা । বিষয়টি আশু সমাধানে আসাম সহ মেঘালয় মুখ্যমন্ত্রীকে চিঠি উত্তর করিমগঞ্জ সমষ্টির বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের । প্রতিলিপি প্রেরণ করেছেন রাজ্যের মুখ্য সচিব সহ দুই রাজ্যের ডিজিপিকে । আনলক এর নির্দেশনায় যখন কোন আন্তরাজ্য যাতায়াতে কোন বাধানিষেধ নেই তখন  মেঘালয় পুলিশ কেন্দ্র সরকারের নির্দেশনা অবমাননা করে যাচ্ছে । গাড়ি আটকে বৈধ পাস না থাকলে ঘন্টার পর ঘন্টা আটকে রাখা হচ্ছে বলে চিঠিতে উল্লেখ করেন বিধায়ক । এবিষয়ে বলতে গিয়ে বিধায়ক কমলাক্ষ বলেন যে, রাতাছড়া এলাকায় দীর্ঘ কয়েকদিন ধরেই মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে । যার অভিযোগ প্রতিদিন শুনতে হচ্ছে তাকে । বিষয়টি নিয়ে আলোচনা করেছেন রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে । তিনি আরও বলেন, কেন্দ্র সরকারের নির্দেশনা অমান্য করছে মেঘালয় পুলিশ । কেন্দ্রের নির্দেশনায় সাফ জানানো হয়েছে যে আন্তরাজ্য যাতায়াতে কোন বাধা নিষেধ নেই । যার কারনে আজকে চিঠি পাঠিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে । তিনি আশাবাদী শীগ্রই সমস্যার সমাধান হবে ।

Posted On: Sunday, September 13, 2020 9:47 PM
blog comments powered by Disqus