satnewsnetwork

রাজ্যিক পুরস্কারে ভূষিত করিমগঞ্জের কৃতী শিক্ষিকা কান্তা দাস

খবর

জগবন্ধু রায়: করিমগঞ্জ: ৮ সেপ্টেম্বর:  ৫৯ তম শিক্ষক দিবসে রাজ্যিক পুরস্কারে ভূষিত হলেন করিমগঞ্জের কৃতী শিক্ষিকা কান্তা দাস। গুয়াহাটির শংকরদেব কলাক্ষেত্রে শিক্ষা বিভাগ আয়োজিত রাজ্যিক স্তরের শিক্ষক দিবস অনুষ্ঠানে করিমগঞ্জের ৩৫৯ নং শ্রীভূমী বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল কয়েক জন শিক্ষকের হাতে পুরস্কার তুলে দেন। অন্যান্য শিক্ষকদের হাতে পুরস্কার তুলে দেন বিভাগীয় আধিকারীকবৃন্দ। এদিনের শিক্ষক দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। করিমগঞ্জ শহর শিক্ষা খণ্ডের অন্তর্গত ৩৫৯ নং শ্রীভুমি বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা কান্তা দাস করিমগঞ্জ জেলার সুনাম রক্ষা করেছেন। বিগত ২০১৭ এবং ২০১৮ সনে ৩৫৯ নং শ্রীভুমী বিদ্যাপীঠ  গুনোৎসবে A+ গ্রেড পেয়েছিলো। রাজ্যিক পুরস্কার প্রাপক শিক্ষিকা কান্তা দাসকে করিমগঞ্জের জেলা শিক্ষাধিকারীক খয়রুল ইসলাম হাজারি, লঙ্গাই রোড ক্লাস্টারের সিআরসিসি চয়ন বনিক, জেলা শিক্ষক সম্মিলনীর কর্মকর্তা এবং অগনিত শুভানুধ্যায়ী অভিনন্দন জানান। শিক্ষিকা কান্তা দাস আসামের মাননীয় মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা বিভাগের আধিকারীকবৃন্দ,  বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, শহর শিক্ষা খণ্ডের শিক্ষকদের, সম্মিলনীর কর্মকর্তাবৃন্দ ক্লাস্টারের সিআরসিসি এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

Posted On: Tuesday, September 8, 2020 4:51 PM
blog comments powered by Disqus