satnewsnetwork

নিযুক্তির দাবিতে অনশনে করিমগঞ্জের এএনএম উত্তীর্ণরা

খবর

নিউজ ডেস্ক:স্যাট নিউজ১০সেপ্টেম্বর: নিযুক্তির দাবিতে আমরণ অনশনে বসলেন করিমগঞ্জের বেশ কিছু যুবতী। স্বাস্থ্য বিভাগের এএনএম পরীক্ষায় পাশ করে গত পাঁচ বছর থেকে ঘরে বসে রয়েছেন তারা। বারবার সরকারের কাসিগে দাবি জানালেও কোনও লাভ হয়নি।তাদের নিযুক্তির কোনও ব্যাবস্থা করা হয়নি। ফলে বাধ্য হয়ে বৃহস্পতিবার সকাল থেকে জেলাশাসকের কার্যালয়ের সামনের ধর্ণাস্থলে আমরণ অনশনে বসেছেন তারা।
       করোনা অতিমারির সময় প্রথম সারির যোদ্ধা হিসেবে রয়েছেন চিকিৎসক ও নার্সরা। এই অতিমারির সময় সরকার শিক্ষা বিভাগ সহ অন্য বিভিন্ন ক্ষেত্রে নিযুক্তি দিলেও দীর্ঘদিন আগে এএনএম পরীক্ষা উত্তীর্ণ হওয়া এসব যুবতীদের নিযুক্তি দিচ্ছে না। ফলে বাধ্য হয়ে এরা বৃহস্পতিবার সকাল থেকে অনশনে বসেছেন। এব্যাপারে এক প্রতিবাদকারী জানান,প্রায় পাঁচ বছর আগে সরকারের নিয়ম নীতি মেনে এএনএম পরীক্ষায় পাশ করেন বেশ কিছু যুবতী। এরপর থেকে বহুবার নিযুক্তির আবেদন জানালেও কোনও লাভ হয়নি। এমনকি বেশ কয়েকবার রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন তারা। কিছুদিন পূর্বে করিমগঞ্জের জেলাশাসকের কাছেও স্মারকপত্র দিয়ে নিযুক্তির আবেদন জানিয়েছেন। কিন্তু প্রশাসন বা সরকার কারো হেলদোল নেই দেখে বাধ্য হয়ে আমরণ অনশনের পথ বেছে নিয়েছেন তারা।

Posted On: Thursday, September 10, 2020 1:36 PM
blog comments powered by Disqus