করুণা দেব: স্যাট নিউজ : ২৪ সেপ্টেম্বর: পাথারকান্দি বাইপাসের জমির মালিকদেন পাওনা মিটিয়ে সড়ক নির্মাণের পদক্ষেপ হাতে নিয়েছে জেলা প্রশাসন। দীর্ঘ জলঘোলার পর অবশেষে যাবতীয় পাওনা মিটিয়ে দেওয়ার পরিকল্পনাকে কেন্দ্র করে জমির মালিকদের মুখে হাঁসি ফুটেছে। এই জাতীয় সড়কটি নির্মাণে এলাকার সর্বস্থরের জনগনের সহযোগিতা কমনা করেছেন জেলা শাসক আন্বামুথান এমপি। জেলা প্রশাসনের তরফ থেকে বৃহস্থপতিবার বেলা দু'টা নাগাদ ৭৬৮ নং কোনাপাড়া এলপি স্কুলে জমির মালিকদের নিয়ে এক সভা অনুষ্টিত হয়।করিমগঞ্জের জেলা শাসক আন্বামুথান এমপির পৌরহিত্যে অনুষ্টিত সভায় এডিসি ধ্রুবজ্যোতি দেব উপস্থিত প্রত্যেক জমির মালিকদের ন্যায্য পাওনা মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি বলেন, নিলামবাজার সার্কলের অন্তর্গত ছায়াবাড়ি মৌজার প্রথম খন্ডের পনেরোটি দাগের প্রায় ৬ বিঘা ১১ ছটাক জমির ১৬০ জন মালিক রয়েছেন।প্রশাসনের তরফ থেকে নির্ধারণ করা সাকুল্য মাটির মুল্য প্রায় ৪৫ লক্ষ টাকা এবং জিরাতে সাকুল্য মুল্য প্রায় ৮২ লক্ষ টাকা। দেরিতে হলেও প্রকৃত জমির মালিকদের সহজেই তাঁদের ন্যায্য পাওনা মিটিয়ে দিতে প্রশাসন প্রস্তুত রয়েছে। আগামী সোমবারের মধ্যেই প্রতিজন জমির মালিককে তাঁদের টাকা মিটিয়ে দেওয়া হবে বলে দাবি করে এডিসি ধ্রুবজ্যোতি দেব।
এদিনের সভায় জেলা শাসক আম্বামুথান এমপি বলেন, পাথারকান্দি বাইপাস রাস্তাটি অতি গুরুত্বপুর্ণ। তাই যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকলে এলাকার আর্থ সামাজিক উন্নয়ন সম্ভব নয়। তাই রাস্তাটি নির্মাণে এলাকার সর্বস্থরের জনগনের সহযোগিতা কামনা করেছেন তিনি।