satnewsnetwork

সংখ্যালঘু ছাত্রবৃত্তি কেলেঙ্কারির সাথে জড়িত দুজনকে আটক করল করিমগঞ্জ পুলিশ

খবর

নিউজ ডেস্ক: স্যাট নিউজ:২৩ সেপ্টেম্বর: সংখ্যালঘু ছাত্রবৃত্তি বণ্টনে ব্যাপক কেলেঙ্কারি সংঘটিত হয়েছে রাজ্যে । বাদ পড়েনি করিমগঞ্জ সহ বরাক উপত্যকার জেলাগুলি। এরই তদন্তে নেমে ছাত্রবৃত্তির কেলেঙ্কারিতে জড়িত দুজনকে আটক করতে সক্ষম হল করিমগঞ্জ পুলিশ । গ্রেপ্তার হওয়া দুজনের নাম ইকবাল হোসেন এবং জমশেদ আহমেদ। জমশেদ নিজের চায়ের দোকানের পাশাপাশি ঘরে কম্পিউটারে কাজ করে । অন্যদিকে ইকবাল পাথারকান্দির একটি ব্যক্তিগত ভেঞ্চার কলেজে শিক্ষকতা করা ছাড়ও তার নিজস্ব একটি কম্পিউটারের দোকান রয়েছে। ধৃত দুজনকে পুলিশ করিমগঞ্জ আদালতে পেশ করলে তাদেরকে করিমগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়। ধৃত দুজনেরই ঘর করিমগঞ্জ জেলার পাথারকন্দির ডেফলয়ালা গ্রামে। গ্রেপ্তার হওয়া ইকবাল হোসেন এবং জামশেদ আহমেদ দুজনই কংগ্রেস দলের সদস্য বলে জানা গেছে। পাথারকান্দি এলাকার অনেক কংগ্রেস নেতাদের সাথে তাদের আলোকচিত্রও পাওয়া গেছে। তাদের গ্রেফতারের বিষয়ে করিমগঞ্জ পুলিশের উপ আরক্ষী অধীক্ষক সুধন্য শুক্লবৈদ্য জানান, কেলেঙ্কারিতে জড়িত আরও বেশ ক'জনকে গ্রেপ্তার করার সম্ভাবনা রয়েছে । তিনি জানান গ্রেফতার হওয়া দুজনেই স্বীকার করেছে তারা সেই কেলেঙ্কারিতে জড়িত বলে। তবে তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি কিছু বলতে রাজি হননি উপ আরক্ষী অধীক্ষক মহাশয় । 
           এদিকে করিমগঞ্জ জেলার কৃষক মুক্তি সংগ্রাম সমিতির উপদেষ্টা জুনায়েদ আহমেদ জানান, কেলেঙ্কারির আঁচ করতে পেরে তারা প্রথমেই বিভিন্ন জায়গায় তিনটি করে এজাহার দাখিল করে রেখেছিলেন। এ নিয়ে বর্তমানে দুজনকে গ্রেপ্তার করা হলেও বড় বড় রাঘববোয়ালরা এখনো পর্যন্ত ধরা পড়েন নি। জুনাইদ আহমেদ বলেন, এই কেলেঙ্কারিতে করিমগঞ্জ জেলার বহু সরকারি কর্মচারী আধিকারিক সহ রাজনৈতিক নেতারা জড়িত রয়েছেন। তাদেরকে অতিসত্বর গ্রেপ্তার করে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। অন্যতায় আগামী দিনে এ নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।

Posted On: Thursday, September 24, 2020 9:52 AM
blog comments powered by Disqus