satnewsnetwork

ঘরোয়া পরিসরে ক্লাব পুনর্গঠনের তিন বছর পূর্তি উদযাপন করিমগঞ্জ প্রেস ক্লাবের

খবর

নিউজ ডেস্ক:স্যাট নিউজ:২৪ সেপ্টেম্বর: কোভিড প্রটোকল মেনে করিমগঞ্জ প্রেস ক্লাবের নতুন রূপ নেওয়ার তিন বছর পালিত হল বৃহস্পতিবার। ১৯৭৬ সালে যাত্রা শুরু করা করিমগঞ্জ প্রেস ক্লাব ২০১৭ সালে নতুন রূপে সেজে উঠে। এর আগে বিভিন্ন ঘাত প্রতিঘাতের ফলে কিছু দিন ক্লাবের কাজকর্ম বন্ধ ছিল। ২০১৭ সালের ২৪ সেপ্টেম্বর গৌরিশ নন্দী কে সভাপতি ও মুজিব আহমেদ কে সম্পাদক নিয়োগ করে গঠিত হয় নতুন কমিটি। নুতুন রূপে সেজে উঠে করিমগঞ্জ প্রেসক্লাব। প্রথমবার ক্লাবের একটি ঘর নিয়ে কাজ শুরু হয় জোরকদমে। বৃহস্পতিবার নতুন ভাবে সেজে উঠা করিমগঞ্জ প্রেস ক্লাবের তিন বছর পূর্ণ হয়।

NEWS

এদিন ঘরোয়া পরিবেশে সম্পূর্ণ কোভিড প্রটোকল মেনে তৃতীয় বর্ষপূর্তি আয়োজন করা হয় ক্লাব গৃহে। কেক কাটা হয় ও সংক্ষিপ্ত কিছু আলোচনা হয়। এব্যাপারে ক্লাব সভাপতি গৌরিশ নন্দী জানান, আজ অতি আনন্দের দিন। তিন বছর আগে ঘটা করে জেলার বহু বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে নতুন ভাবে সেজে উঠে ক্লাব। বর্ষ পূর্তি অনুষ্ঠানও বড় পরিসরে আয়োজন করার ইচ্ছা ছিল। কিন্তু করোনা অতিমারির প্রভাবে চারদিকে যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এমন অবস্থায় ক্ষুদ্র পরিসরে সম্পন্ন করতে হয়েছে। তবে যারা ক্লাবের সাথে জড়িত কিংবা শুভানুধ্যায়ী তাদের পথ প্রদর্শনে আগামী দিনে সাংবাদিক তথা সমাজের স্বার্থে কাজ করে যাবে করিমগঞ্জ প্রেস ক্লাব। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অসীম দেব, রাহুল পাল,মৃত্যুঞ্জয় চক্রবর্তী, অরূপ দে, সাজন দেব, শরিফ উদ্দিন, শিবম পুরকায়স্থ প্রমুখ।

Posted On: Thursday, September 24, 2020 10:23 PM
blog comments powered by Disqus