নিউজ ডেস্ক: স্যাট নিউজ: ৫ সেপ্টেম্বর: নয় দিনের লকডাউন শেষে ছন্দে ফিরছে বরাক উপত্যকা। একই সাথে সমগ্র রাজ্যে আনলক-৪ বলবৎ হয়েছে। শনিবার সকাল থেকে করিমগঞ্জ জেলা সদরসহ উপত্যকায় বিভিন্ন দোকানপাট, বাজার ইত্যাদি খুলে গেছে। সকাল থেকেই বাজারে ছুটছেন ক্রেতারা। যদিও বিগত কিছুদিন থেকে করোনার থাবা বরাক উপত্যকায় বিশেষভাবেই পড়েছে। বৃদ্ধি পেয়েছে মৃতের সংখ্যাও। ফলে দেশে আনলক প্রক্রিয়া শুরু হলেও বরাক উপত্যকায় অতিরিক্ত লকডাউন ঘোষণা করে তিন জেলা প্রশাসন। ২৭ আগস্ট সকাল থেকে ৪ সেপ্টেম্বর রাত বারোটা পর্যন্ত বলবৎ ছিল এই লকডাউন। এরইমধ্যে শুক্রবার রাজ্যের মুখ্যসচিব কুমার সঞ্জয় কৃষ্ণা আনলক ৪ ঘোষণা করেন রাজ্যে।
দীর্ঘ দিনের লকডাউন এর ফলে আটকে থাকা মানুষের জীবনযাত্রা নতুন ছন্দে ফিরে আসে শনিবার সকাল থেকেই। কিন্তু অনেকের মতেই এই আনলক প্রক্রিয়া বিপদ ডেকে আনতে পারে উপত্যকা বাসীর জন্য। কেননা বর্তমানে করণা প্রায় ঘরে ঘরে পৌঁছে গেছে উপত্যকার। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে উপত্যকায়। এমতাবস্থায় এই আনলক হওয়ার ফলে করিমগঞ্জ উপত্যকায় সংক্রমণে বাড়তে পারে বলে অনেকেরই ধারণা। এদিকে করোনা অতি মারি নিয়ে জনগণের মধ্যে এখন পর্যন্ত অভাব রয়েছে সচেতনতার। সাধারণ মানুষ সামাজিক দূরত্ব বজায় না রেখে বাজারে ভিড় করছেন। অনেকের মুখেই নেই মাস্ক। এদিকে লকডাউন এর শেষ দিনে করিমগঞ্জে সর্বাধিক ১২৭ জন লোক করোনা আক্রান্ত হয়েছেন । পাশাপাশি মৃত্যু হয়েছে দুই ব্যক্তির। ফলে সাধারণ মানুষের অনেকেরই মনে আতঙ্ক বিরাজ করছে। কিছু মানুষের মতে এই লকডাউন আরো কিছুদিন চললেই ভাল ছিল।