নিউজ ডেস্ক: স্যাট নিউজ: ১১ সেপ্টেম্বর: রাজ্যের প্রান্তিক জেলা হাইলাকান্দিতে বৃহস্পতিবার নতুন করে ৩২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই ৩২ জন মিলিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২,৬৯৫ জন। জেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছেন, ৩২ জন ইতিবাচকের মধ্যে ২২ জন ধরা পড়েছেন র্যাপিড অ্যান্টিজেন টেস্টের (আরএটি) আওতায় এবং বাকি ১০ জন ধরা পড়েছেন আরটি-পিসিআর-এর আওতায়। বৃহস্পতিবার ৭৮৬ জনের লালারসের নমুনা নেওয়া হয়েছে। জেলায় আরএটি-র আওতায় এখন পর্যন্ত মোট ১৪৭৪ জন ব্যক্তি পজিটিভ ধরা পড়েছেন। তবে এই সংখ্যার পঞ্চাশ শতাংশের নেই কোনো ভ্রমণ ইতিহাস। এখন পর্যন্ত জেলায় ২৩০৬ জন ব্যক্তি সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন । জেলায় সক্রিয় সংখ্যা ৩৭২। জেলায় ১৩৫ জন আক্রান্ত ব্যক্তি হোম আইসোলেশনে রয়েছেন। এখন পর্যন্ত নেওয়া ২৩,৬৭৫ জনের সোয়াব নমুনা সংগ্রহ হয়েছে। যার মধ্যে ১৯৫৭৭ জন নিগেটিভ ধরা পড়েছেন। ১,৯৯৭ জনের সোয়াব ফলাফল প্রতীক্ষিত বলে স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছেন।।
বৃহস্পতিবার হাইলাকান্দি জেলায় নতুন করোনা আক্রান্ত ৩২ জন
Posted On: Friday, September 11, 2020 11:42 AM